সকাল সকাল ময়লার ফেলার গাড়ির বাঁশির আওয়াজের বদলে এবার পুরবাসী শুনবেন রবীন্দ্র সঙ্গীত| কারণ হাওড়া পুরসভার রবি ঠাকুরের গান বাজিয়ে বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের প্রকল্পটির সূচনা হয়ে গেল আজ থেকেই| প্রথমে একটিমাত্র ওয়ার্ডকে কেন্দ্র করে এই পাইলট প্রকল্পটি চালু করা হলেও আগামী দিনে বাকি ৬৫টি ওয়ার্ডে প্রকল্পটি চালু করার জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া পুরসভার কমিশনার বিজিন কৃষ্ণা| বৃহস্পতিবার রাজ্যের সমবায়মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় এই প্রকল্পটি উদ্বোধন করেন|
গত মাসেই হাওড়া পুরসভা একটি সিদ্ধান্ত নেই রাস্তায় রাস্তায় আবর্জনা না ফেলে প্রতিটি বাড়ি থেকেই পচনশীল ও অপচনশীল আবর্জনা আলাদা করেই সংগ্রহ করে নেওয়া হবে| সেইমত ওয়ার্ডের সমস্ত বাড়িতে দুটি করে বিন দেওয়া হবে| সেই বিনদুটিতে পচনশীল ও অপচনশীল আলাদা করে জমা করতে হবে| সেই আবর্জনা সরাসরি চলে যাবে আবর্জনা থেকে সার তৈরির যন্ত্রে| পুরসভা জানিয়েছে, ইউনাইটেড নেশনসের পক্ষ থেকে আবর্জনা থেকে সার তৈরির একটি যন্ত্র দেওয়া হয়েছে পুরসভাকে| সেটিকে ইস্ট-ওয়েস্ট বাইপাসে বসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আবর্জনা আর কোন ভাগাড়ে ফেলা হবে না |
হাওড়ার পুর কমিশনার জানান, আবর্জনা সংগ্রহের জন্য আগেই ২৫২টি ই-রিকশার বরাত দেওয়া হয়েছিল। যার মধ্যে ২০টি পুরসভার হাতে এসেছে | সেগুলির সঙ্গে থাকছে হাতগাড়ি ও ভ্যানরিকশাও । যে ই-রিকশায় আবর্জনা তোলা হবে, সেগুলিতে রবীন্দ্র সঙ্গীত বাজানোর জন্য সাউন্ড সিস্টেম লাগানোর কাজ চলছে। তিনি আরো জানিয়েছেন, ইতিমধ্যেই ওই ওয়ার্ডের পাঁচ হাজার বাড়ির জন্য ১০ হাজার বিন এসে গিয়েছে।