সকাল বেলা ঘুম থেকে ওঠা দিয়ে শুরু করে রাতে ফের ঘুমাতে যাওয়া, এই সময়টায় একজন মানুষের কি কি প্রয়োজন ? প্রথম আসবে খাদ্য, তার পর আসবে বস্ত্র আর সবশেষে বাসস্থান। এই তিনটি মৌলিক চাহিদার বাইরেও রয়েছে মানুষের দৈনন্দিন জীবনের বেশ কিছু চাহিদা যথা – মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদি যা মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। সে সকল দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলি যে একটা দুর্গা পুজোর থিম হতে পারে তা দেখিয়ে দিল হাওড়ার জেলার এক দুর্গা পূজা কমিটি।
জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ উপলক্ষে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন হাওড়া বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি-র সদস্যরা। উপস্থিত ছিলেন পূজা কমিটির সম্পাদক শুভদ্বীপ ঘোষ ও কমিটির সাধারণ সদস্য ময়ুখ চক্রবর্তী। সঞ্চালক শ্রেষ্ঠা-র সাথে জেনে নিলাম তাদের পুজোর নেপথ্য কথা। তিন বছর হল সাবেকি পুজো ছেড়ে থিম পুজোয় প্রবেশ করেছেন তারা।
এইবছর ৭৮তম বর্ষে তাদের থিম “অন্তহীন”। থিম শিল্পী অনিমেষ দাসের ভাবনায় ধীরে ধীরে সেজে উঠছে তাদের পূজা মন্ডপ। আর থিমের সাথে সামঞ্জস্য রেখে তৈরী হচ্ছে প্রতিমাও। পুজোর চারটি দিন বেশ আনন্দেই কাটে পল্লীবাসির, তার মধ্যে প্রধান উল্লেখ্য অষ্টমীর অঞ্জলি, যেদিন পল্লীবাসি সহ একত্রে প্রায় ৫ হাজার দর্শনার্থী অঞ্জলি দেয়, যা সচরাচর অন্য কোথাও দেখা যায় না বলাই যায়। সেদিনই পূজা কমিটির তরফ থেকে এক ভোগ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে অংশগ্রহন করে অনেকে।
তাই আপনার, আমার সকলের দৈন্দিন জীবনের চাহিদা আরেকবার পরখ করে নিতে অবশ্যই পৌছে যেতে হবে পশ্চিম বঙ্গ সরকারের প্রধান কার্যালয় নবান্ন-এর নিকট এই পূজা মন্ডপে।