শীত পোশাকের যত্ন নেবেন কীভাবে

প্রবাদ বলে ‘ঠাকুর জলে পড়ল মানেই শীত উঠে এলে ডাঙ্গায়’। মানে দুর্গা পুজোয় বিসর্জন হল মানেই শুরু হয়ে গেল শীতের দিন। হিম ঋতুর আবাহনে ব্যস্ত হয়ে পড়ত বাঙালি। ছাদ জুড়ে কার্তিকের রোদ। আলমারি, বাক্স, প্যাঁটরা থেকে বেরিয়ে আসত গরম জামার দল। বিছানার তলায় কিংবা মোড়া করে বাঁধা লেপ কম্বল রোদ পোহাত নরম রোদ্দুরে। সে এক পর্ব বটে। হিসেব করে বের করার পর আবার হিসেব কর তোলা। মাঝে রোদের তেজে ওলোটপালট। মিঠে রোদে লেপের ওমে অসময়ের ঘুমে জড়িয়ে আসত চোখ।

ছাদে লেপ কম্বল রোদ পোহাতে এলে বাড়ির সদস্যরাও তার শরিক হত মাঝে সাজে। সকালের দিকে ছোটরা, বেলায় বাড়ির মহিলামহল। গল্প চলত এছাদ-ওছাদ।

এখন সেকাল বদলেছে। বদলেছে বাড়ির ছাদ আর বৎসরকার লেপ কম্বলের গপ্পোগুলোও। তবে বদলায়নি শীতের লেপ-কম্বল আর গরম পোশাকের যত্ন নেওয়ার পর্বটা। শীত এসে পড়লেই শুরু হয়ে যায় সেই ‘বাড়তি কাজ’র চাপ। শীতের শুরু আর শেষে কীভাবে যত্ন নেবেন শীত পোশাকের, এই নিবন্ধে রইল তার টিপস

শীতের পোশাকের যত্ন

কাশ্মীরি ফেব্রিক

শীতের রয়্যাল ফ্যাশন কাশ্মিরীতে। কাশ্মিরী শাল থেকে শুরু করে জ্যাকেট সব কিছুই অলটাইম ফ্যাশনে ইন। তার যত্নও আলাদা। সবচেয়ে ভাল হয় যদি কাশ্মিরী ফ্যাব্রিক ড্রাই ওয়াশ করে নেওয়া যায়। বাড়িতে যদি হাতেই ধুতে হয়, তাহলে ঠাণ্ডা জলেতে বেবি শ্যাম্পু বা লাইট শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন।

উলের সোয়েটার

শীতে উলের সোয়েটার পরার পর সবসময় নরম ব্রাশ দিয়ে ঝেড়ে রাখবেন। উলের সোয়েটার কখনই সরু হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না। মোটা, কাঠের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন, নাহলে উলের পোশাকের শেপ নষ্ট হয়ে যায়। উলের কাপড়ে কোন দাগ লাগলে, খুব সফট শ্যাম্পু গুলে নিয়ে, আরেকটা নরম কাপড় দিয়ে ব্লটিং করে করে দাগ তুলুন। উলের কাপড় হাতে ধুতে হলে, খুব সফট কোন সফট শ্যাম্পু হালকা গরম জলে গুলে নিয়ে কাপড় ভিজিয়ে রাখবেন ৩-৫ মিনিট। এরপরে হালকা হাতে ধুতে হবে, জোরে রগড়ানো যাবে না।

উলের কাপড় বা শীতের যে কোন ভারি কাপড়ই হ্যাঙ্গারে দিয়ে শুকাবেন না, এতে কাপড়ের সাইজ নষ্ট হয়ে যাবে। কোন কাপড়ের ওপরে বিছিয়ে শুকাবেন সবসময়। যেখানে শুকতে দেবেন সেখানে যেন যথেষ্ট পরিমান আলো বাতাস থাকে। খুব চড়া রোদে শুকতে না দেওয়াই ভাল।

ভেলভেট

শীতের পার্টিতে ভেলভেট আউটফিটের আলাদা কদর। শীত আটকায় তোফা, আবার সেন্টার অফ অ্যাট্রাকশনও হওয়া যায় সহজে। আরামও খাসা। ভেলভেটের পোশাকের চাই আলাদা যত্ন। ভেলভেট সব সময় ড্রাই ওয়াশ করতে হবে এবং কখনই আয়রন করা যাবে না। এমনিতেই ভেলভেটের ফ্ল্যাট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই একে প্রেস বা ব্লট করা যাবে না। ড্রয়ারে রাখবেন না। কোনও কিছু পোশাকে পড়লে সেটা শুকিয়ে যাওয়ার পরে নরম ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলুন আগে, এরপরে দাগ পড়লে ড্রাই ওয়াশে দিন। ভেলভেট ফোল্ড করবেন না, কেননা ফোল্ডের জায়গা নষ্ট হতে পারে, খুব আলতোভাবে কোন বাক্সে রাখবেন, বা ঝুলিয়ে রাখতে পারেন।

শীতের অন্যান্য কাপড়

অন্য শীতের কাপড় আয়রন করতে গেলে, কাপড় উলটে নিয়ে আরেকটি কাপড় বিছিয়ে তারপরেই আয়রন করবেন। আর শীত শেষে তুলে রাখার কয়েক মাস পরে ভালোভাবে আরেকবার বাতাসে শুকাবেন, রোদে নয় কিন্তু। আর কাপড়ের ভেতর ন্যাপথালিন বা শুকনো নিম পাতা দিতে ভুলবেন না যেন।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...