গান শোনা থেকে শুরু করে গেম খেলা বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আড্ডা সবকিছুর সাথী এখন হেডফোন। আগে মানুষ বিলাসিতার জন্য হেডফোন ব্যবহার করলেও বর্তমানে হেডফোন একধরণের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান যুগের হাত ধরে চলতে গিয়ে বিপদ ঘনাচ্ছে মানুষের জীবনে। হেডফোনের প্রতিনিয়ত ব্যবহার কানের দফারফা করেই চলেছে। কিন্তু হেডফোন ব্যবহার না করেও তো উপায় নেই। কিভাবে নিরাপদে হেডফোন ব্যবহার করবেন সেই নিয়ে চলুন আজ আলোচনা করা যাক।
বেশ কিছু নিয়ম আছে যা মেনে হেডফোনের ব্যবহার করলেই কান কিছুক্ষেত্রে বাঁচতে পারে। চলুন সেগুলো আগে জানা যাক....
১) আজকাল গান শোনা থেকে শুরু করে সিনেমা দেখা সবকিছুতেই ভরসা হেডফোন। কিন্তু টানা হেডফোনে গান শোনা বা সিনেমা দেখার মাঝে যদি একটু সময় বিরতি নেওয়া যায় তাহলেই কেল্লাফতে। যেমন ধরুন, আপনি একটি সম্পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা দেখছেন তার মধ্যে যদি ৩০ মিনিট পর একটু বিরতি নেওয়া যায় তাহলে কানের উপর শব্দের টানা প্রভাব পড়ে না।
২) একধরণের ফোনের সাথে অন্য হেডফোন ব্যবহার করবেন না। ফোন কেনার সাথে সাথে যে হেডফোনটি কোম্পানি থেকে দেয় সেই হেডফোনটিই ব্যবহার করুন। সেই হেডফোন যদি খারাপ হয়ে গিয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে তাহলে সেই কোম্পানির হেডফোনই কিনে নিন। কারণ এক একটি কোম্পানির ফোন থেকে বেরোন শব্দ তরঙ্গ এক এক রকম হয়ে যায়। সেই শব্দ তরঙ্গ অনুযায়ী হেডফোন তৈরী করে সেই কোম্পানি। তাই সবরকমের ফোনের সাথে সবরকম হেডফোন ফিট করে গেলেও কানের প্রভূত ক্ষতি সাধন করে সেই অন্য হেডফোন।
৩) হেডফোনে গান বা কিছু শোনার সময় যতটা সম্ভব কম শব্দ করে রাখুন। উচ্চ শব্দে বেশিক্ষন শোনার ফলে কানের সমস্যা তৈরী হয়। ধীরে ধীরে এর থেকে কানে কম শোনার সমস্যাও বৃদ্ধি পেতে পারে।
৪) এছাড়া যে কথাটি সবসময় সবার আগে ফলো করা উচিত তা হলো হেডফোন লাগিয়ে গান শুনুন বা যাই করুন না কেন রাস্তায় বেরিয়ে উচ্চ শব্দে গান শুনবেন না। রাস্তায় বেরিয়ে হেডফোনের ব্যবহার যতটা কম করা যায় সেই দিকে খেয়াল রাখুন। রাস্তা পারাপারের সময় ফোনের ব্যবস্থার বন্ধ করুন। এতে আপনার কানের হয়তো কোনো ক্ষতি হবে না কিন্তু জীবন নিয়ে টানাটানি হতেই পারে।
হেডফোন যেমন আমাদের প্রয়োজন সেরকমই প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন বুঝেই তার ব্যবস্থার করুন। যেই সময় হেডফোন লাগছে না সেই সময় হেডফোন ব্যবহার না করাই ভালো। প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন দেখবেন জীবনও বাঁচবে আর সময়ও।