রাসায়নিক ছাড়াই দূর করুন পোকামাকড়

ক্যালেন্ডার জানান দিচ্ছে বর্ষাকাল এসে গেছে আর তার সাথে সাথেই এসেছে স্যাঁতস্যাঁতে ভাব আর কীটপতঙ্গের উৎপাত। এক তো এইসময় জামাকাপড় ঠিকমতো শুকোনো যায় না ফলে এইসময় জামাকাপড় থেকে শুরু করে ঘরদোর সবকিছুতেই বাসা বাঁধতে পারে জীবাণু। এই সময় আমরা জামাকাপড় শুকোনোর পরে তাতে অনেকসময়ই ন্যাপথলিন বা এইজাতীয় কোনো রাসায়নিক সামগ্রীর ব্যবহার করে থাকি। সেই রাসায়নিক বেশিরভাগ ক্ষেত্রে পোকামাকড়ের ক্ষতির সাথে সাথে আমাদেরও নানা ক্ষতি করে থাকে। বর্তমানে বাজারে যেসব কীটনাশক উপলব্ধ রয়েছে তাদের বেশিরভাগই সঠিকভাবে কার্যকরী নয়। বাড়িতে শিশু বা বয়স্ক মানুষ থাকলে সেই ক্ষেত্রে রাসায়নিকযুক্ত কীটনাশক ব্যবহার করা উচিত নয়। সেইসব ক্ষেত্রে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করা যেতে পারে। কিন্তু কি কি জিনিস প্রাকৃতিক কীটনাশক হিসেবে কাজ করে তা কি জানা আছে? চলুন আজ জেনে নেওয়া যাক কিছু প্রাকৃতিক কীটনাশকের কথা.....................

 

১) তেজপাতা- তেজপাতা প্রাকৃতিক কীটনাশকের কাজ করে থাকে। আলমারিকে পোকার হাত থেকে রক্ষা করতে হলে একটি কাগজের মধ্যে করে শাড়ির তাকে রেখে দিতে হবে। তেজপাতার উগ্র গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না।

 

২) কালোজিরে- অফিসের ড্রয়ারকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে কালোজিরে ব্যবহার করতে পারেন। একটি কাপড়ের পুঁটলিতে করে হাফ চামচ কালোজিরে নিয়ে মুখটা ভালো করে আটকে ড্রয়ারের মধ্যে রেখে দিন। ড্রয়ারে আরশোলা বা পোকা হবে না।

 

৩) এসেন্সিয়াল তেল- বেশ কিছু এসেন্সিয়াল তেল রয়েছে যাদের গন্ধ পোকামাকড় সহ্য করতে পারে না। সেইসব ক্ষেত্রে একটি তুলোর মধ্যে কয়েক ফোঁটা তেল নিয়ে একটি প্লাস্টিকের মধ্যে করে রেখে দিন সেই জায়গায় যেখানে পোকামাকড় আক্রমণের সম্ভাবনা বেশি।

 

৪) দারুচিনি- রান্নায় ফোড়ন হিসেবে ব্যবহৃত দারুচিনি পোকামাকড় তাড়াতেও সমানভাবে উপকারী। জামাকাপড়ে বা বইখাতাতে পোকা আক্রমণের সম্ভাবনা থাকলে একটি খামের মধ্যে করে এক টুকরো দারুচিনি সেই জায়গায় রেখে দিন। পোকামাকড়, দারুচিনি-লবঙ্গ এইসবের গন্ধ সহ্য করতে পারে না। তাই পোকার উপদ্রব অনেকাংশে হ্রাস পায়।

 

৫) ইউক্যালিপটাস তেল- এই গাছের কান্ড থেকে একপ্রকার ঝাঁঝালো গন্ধ বের হয় যা সহ্য করতে পারেনা কোনো কীটপতঙ্গই। তাই পোকা তাড়ানোর জন্য উপকারী ভূমিকা গ্রহণ করে ইউক্যালিপটাস তেল। এর জন্য শেষ হয়ে যাওয়া শ্যাম্পুর বোতলে জল ভরে তার মধ্যে এক চামচ লেমন অয়েল এবং দুই চামচ ইউক্যালিপটাস তেল দিয়ে ঝাঁকিয়ে রেখে দিন। এই মিশ্রণটি বাড়ির আশেপাশে প্রয়োজনমতো স্প্রে করে নিন। পোকামাকড়ের সমস্যা কমবে।

 

বর্ষায় পোকামাকড়ের সমস্যায় জেরবার হতে হয় সকলকেই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাজারচলতি নানা কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু এইসব প্রাকৃতিক সামগ্রী পোকা দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। যদি কখনো এইসব জিনিস ব্যবহার না করে থাকেন একবার ব্যবহার করে দেখুন রাসায়নিকযুক্ত কীটনাশকের থেকে বেশি উপকার পাবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...