ঘরয়া উপায়ে খুশকিথেকে মুক্তি

শীতের সময় এলেই শুরু হয় খুশকির সমস্যা। নারী-পুরুষ নির্বিশেষ এই রোগের স্বীকার হয় সবাই। আগে শুধু শীতকালেই এই সমস্যা দেখা দিলেও এখন অতিরিক্ত দূষণের ফলে সারাবছরই এই সমস্যার মুখোমুখি হতে হয় সকলকেইঅতিরিক্ত চুল পড়া থেকে শুরু করে শুষ্ক চুলের সমস্যা সবদিকেই। এই খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য বাজারে উপলব্ধ রয়েছে প্রচুর শ্যাম্পু এবং লোশনও। কিন্তু তা শুধুমাত্র চুলের ক্ষতিই করে। তাতে থাকা ক্ষতিকর কেমিক্যাল খুশকি কমানোর বদলে বাড়িয়ে দেয় চুলের নানান সমস্যা। চলুন আজ জেনে নেওয়া যাক এই খুশকির সমস্যা থেকে মুক্তি পাওয়ার কিছু প্রাকৃতিক সামগ্রী যা খুবই সহজলভ্য। প্রথম হল পেঁয়াজের রস। দুটো বড় মাপের পেঁয়াজ বেটে তা এক মগ জলের সাথে মিশিয়ে নিতে হবে  এবার এই রসটি পুরো মাথায় ভালো করে মেখে কিছুক্ষন পরে গরম জলে ধুয়ে ফেলতে হবে । সপ্তাহে দুবার এই রস ব্যবহার করলে উপকার পাবেনই। নারকেল তেল চুলের জন্য কত উপকারী তা সবারই জানা। সপ্তাহে দুদিন নারকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে মালিশ করলে ড্রাই স্ক্যাল্প এবং ইনফেকশনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খুশকির সমস্যা থেকে বাঁচতে টকদইও খুব উপকারী। স্ক্যাল্পে টকদই ভালোভাবে মালিশ করে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। মেথি বাটাও চুলের জন্য উপকারী। সারারাত মেথি ভিজিয়ে রেখে সকালে বেটে নিতে হবে। এবার সেটি মাথায় ভালো করে লাগিয়ে ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে নিতে হবে। চুল ধোয়ার পর মেথি ভেজানো জল দিয়েও একবার চুল ধুয়ে নিন। চুলের সৌন্দর্য বাড়াতে রিঠার জুরি মেলা ভার। খুশকির সমস্যার সমাধানেও এটি বেশ কার্যকর। রিঠা পাউডার বা রিঠা সিদ্ধ জল চুলে লাগিয়ে ঘণ্টা খানেক রেখে ভালমতো ধুয়ে ফেলুনএ ভাবে সপ্তাহে দু’বার রিঠা মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...