শপিং হোক বা রেস্তোরাঁয় খাওয়া দাওয়া- আজকের যুগে এই সব কিছুর বিল মেটানো সম্ভব শুধুমাত্র একটি ক্লিকেই অর্থাৎ অনলাইন পেমেন্টের মাধ্যমে। বিশেষ করে করোনা পরিস্থিতির সময় দেশের প্রতিটা মানুষ এই সুবিধা নিতে পেরেছে। পকেটে ক্যাশ টাকা না থাকলেও একটি স্মার্টফোন থাকলেই অনলাইন পেমেন্ট করা যাবে। ভারতের 'ইউ পি আই' পেমেন্ট সিস্টেমের এই সাফল্য দেখে এবার প্রযুক্তিগত দিক থেকে শক্তিশালী আমেরিকা ও চিন নিজেদের দেশে এই ধরনের মজবুত পেমেন্ট সিস্টেম চালু করতে চাইছে। শুধু মাত্র আমেরিকা বা চিন নয়, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশ 'ইউ পি আই' পেমেন্ট সার্ভিসের মতো ব্যবস্থা চালু করতে চায় নিজেদের দেশে। তাই সারা বিশ্বে ভারতীয় অনলাইন পেমেন্ট সার্ভিসের সুনাম ছড়িয়ে পড়ার পরে এই ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'ইউ পি আই' পেমেন্ট সার্ভিসকে সকল দেশবাসীর ব্যবহার যোগ্য করে তুলেছে 'আর বি আই'। এখন কি-প্যাড ফোন থেকেই করা যাবে 'ইউ পি আই' পেমেন্ট যা এতদিন শুধু মাত্র স্মার্টফোন ছাড়া করা সম্ভব ছিল না। তবে 'Upi-pay' ব্যবহার করার জন্য দরকার 'ইউ পি আই' আইডি।
'আইডি' তৈরী করার পর কীভাবে পেমেন্ট করবে সেই পদ্ধতি দেওয়া হল নিচের নিবন্ধে:
১. কি-প্যাড ফোন থেকে ডায়েল করতে হবে 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200-এর মধ্যে যে কোনও একটি নম্বর। যে ফোন নম্বর থেকে এই নম্বরগুলো ডায়েল করতে হবে সেটা অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
২. তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর নম্বর বা নাম উল্লেখ করতে তাহলেই 'ইউ পি আই' আইডি সঙ্গে রেজিস্টার করা যাবে।
৩. এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছয়টি নম্বর রেজিস্টার করতে হবে। এটা করার পর একটা 'ওটিপি' নম্বর আসবে 'এস এ মেস'-এর মাধ্যমে। সেটা বসানোর পর একটা অপশন দেখাবে। যেখানে 'ইউ পি আই' পিন সেট করতে হবে। তাহলেই তৈরি হয় যাবে 'ইউ পি আই' আইডি।
৪. এবার পেমেন্ট করার জন্য যে ফোন নম্বরে 'ইউ পি আই' আইডি রয়েছে। সেই নম্বর থেকে 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200-এর মধ্যে যে কোনও একটি নম্বর ডায়েল করতে হবে।
৫. তারপর পেমেন্ট করবার অপশন বেছে নিতে হবে। এবার রেজিস্ট্রেশন ভ্যালিডেশন সম্পূর্ণ হওয়ার পর অপশন বেছে নেওয়ার সুযোগ দেবে।
৬. যাকে টাকা পাঠাতে হবে তার নম্বর অ্যাড করতে হবে। এবার কনফার্ম অপশন বেছে নিয়ে কত টাকা পাঠাতে হবে তা টাইপ করতে হবে।
৭. তারপর 'ইউ পি আই' পিন দিলেই টাকা পৌঁছে যাবে।