লিপস্টিক দীর্ঘস্থায়ী করার উপায়

রোজের মেকআপে লিপস্টিক ছাড়া কি আমরা ভাবতে পারি?কখনই নয়|আমাদের প্রতিদিনের প্রসাধনীর মধ্যে লিপস্টিক মাস্ট|হালকা সাজ হোক বা ভারী সাজ লিপস্টিক ছাড়া তা অসম্পূর্ণ|কিন্তু লিপস্টিক আমাদের অনেকেরই ঠোঁটে স্থায়ী হয়না|জানেন কি কিভাবে এই সমস্যার সমাধান হবে?জেনে নিন লিপস্টিক কিভাবে ঠোঁটে দীর্ঘক্ষণ স্থায়ী হবে?

লিপস্টিক উঠে যাওয়ার প্রধান কারণ হল ঠোঁট শুকিয়ে যাওয়া|ঠোঁট শুকিয়ে গেলে লিপস্টিক আর দীর্ঘস্থায়ী হয়না|অমসৃন ঠোঁটে লিপস্টিক উঠে যায়|তাই ঠোঁটকে সবার আগে করতে হবে মসৃন|রাতে শোবার আগে ভিটামিন ‘সি’ ও ‘ই’ যুক্ত লিপবাম ব্যবহার করুন|এমনকি রোদে বেরোনোর আগে চেষ্টা করুন এসপিএফ যুক্ত লিপবাম ব্যবহার করতে যাতে রোদে ঠোঁট কালো না হয়ে যায়|এছাড়াও সকালে ব্রাশ করার সময় ব্রাশ দিয়ে ঠোঁটে সামান্য ঘষলেও ঠোঁটের মৃতকোষ উঠে গিয়ে ঠোঁট থাকবে মসৃন আর তাতে লিপস্টিক হবে দীর্ঘস্থায়ী|

মেকআপের সময় আমরা মুখে প্রাইমার ব্যবহার করে থাকি লিপস্টিকের ক্ষেত্রেও তা করা যেতে পারে|লিপ প্রাইমার লাগালে ঠোঁটে লিপস্টিক হবে দীর্ঘস্থায়ী|যদি লিপ প্রাইমার একান্তই না লাগানো যায় তাহলে ব্যবহার করুন লিপ লাইনার|

ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ভালো করে লিপ লাইনার দিয়ে আউটলাইন করে নিন|তারপর লিপস্টিক লাগান|এতে ঠোঁট দেখাবে সুন্দর|লিপস্টিকের উপর লিপগ্লস লাগালে বা ব্লটিং পেপার দিয়ে ঠোঁটে চেপে ধরলে ঠোঁটের অতিরিক্ত তেল বেরিয়ে গিয়ে ঠোঁটের লিপস্টিক হবে দীর্ঘস্থায়ী|

তবে এসবের শেষে যে কথাটি না বললেই নয় তা হলো লিপস্টিক ব্যবহারের পদ্ধতি জানার সাথে সাথে আপনাকে নিতে হবে ঠোঁটের যত্নও|বেনামী কোম্পানির লিপস্টিক ব্যবহার করে অযথা ঠোঁটের স্বাস্থ্য খারাপ করবেন না কখনই|

এটা শেয়ার করতে পারো

...

Loading...