মা হলো যে আমাদের মনের সব থেকে কাছের মানুষ, তাঁকে ছাড়া আমাদের কোনো কাজ সম্পূর্ণ হয় না| আর বাঙালি পরিবারে তো ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া অবধি আমাদের মুখে যেই নামটা থাকে তা হলো “মা”|
কিন্তু কখনো কখনো এই পরিষ্কার আকাশে কালো মেঘ দেখা যায়| অর্থাৎ মায়ের সাথে খুঁটিনাটি চলতেই থাকে| জেনে নিন মায়েদের খুশি করার কিছু সহজ উপায়|
১) সকালে উঠে নিজের কাজে মগ্ন হওয়ার আগে মাকে ঘরের কাজে একটু সহযোগিতা করে তাঁকে অপ্রত্যাশিতভাবে খুশি করো|
২) তারপর আমরা যেসব কাজগুলোর জন্য রোজ বোকা খাই মায়ের কাছে, সেগুলো যদি সময়মত ও সঠিক ভাবে করি তাহলে মা নিশ্চই অবাক হবেন আর খুশিও|
৩) মায়ের সাথে রোজের থেকে একটু বেশি গল্প করলে তাঁর সারাদিনের কাজের খোজ খবর নিলে সে অনেকটাই মন হালকা করতে পারবে, মনে থাকা অনেক না বলা কথা আমাদের সাথে বন্ধুর মত আলোচনা করতে পারবে|
৪) তাঁর প্রিয় কিছু খাবার যেমন ফুচকা, পাপড়ি-চাট, মিষ্টি বা সিঙ্গারা-জিলিপি হঠাৎ তাঁর সামনে আনে হাজির করা, আর তাঁর মুখের সেই খুশির ছোঁয়া দেখা| এর থেকে বেশি সুখ আর কি হতে পারে!