বাড়িতেই বানান লিভ ইন কন্ডিশনার

 বর্ষায় চুলের সমস্যা কোনো একজন ব্যক্তির সমস্যা নয়। সব মানুষই এই বর্ষাকালে কমবেশি চুল ঝরার শিকার হয়ে থাকেন। এই সময় চুল খুব সহজে শুকোয় না। তাই চুলের গোড়ায় জল জমে থেকে চুল দুর্বল হয়ে যেতে শুরু করে। এছাড়াও এই সময় চুলে জট পড়ার সমস্যাও খুব বেশি চোখে পড়ে। কারণ চুল থেকে জল শুকোনোর জন্য টাওয়েল দিয়ে ঘষে ঘষে মোছার ফলে চুল একে অপরের সাথে জড়িয়ে যেতে শুরু করে। এর ফলে স্বাভাবিকভাবেই চুলে জট পড়ে। আর সেই জট ছাড়াতে গিয়ে চুলের হয় দফারফা। টেনে আঁচড়াতে গেলে চুল ছিঁড়ে চলে আসে হাতে। এমত দশায় একমাত্র মুক্তি দিতে পারে যে বস্তু তা হলো কন্ডিশনার। কিন্তু কন্ডিশনার যদি শেষ হয়ে যায় তখন উপায়?

                  কন্ডিশনার না থাকলেও সেক্ষেত্রে ত্রাতা হিসেবে দেখা দিতে পারে লিভ ইন কন্ডিশনার। চুলের সাময়িক স্টাইলিংয়ের জন্য আজকাল বাজারে পাওয়া যাচ্ছে নানাধরণের লিভ ইন কন্ডিশনার। কিন্তু বাজারজাত সামগ্রীতে মিশ্রিত থাকে নানা ক্ষতিকর রাসায়নিক। এই রাসায়নিক আবার চুলের প্রভূত ক্ষতিসাধন করে থাকে। তাই বাজারচলতি লিভ ইন কন্ডিশনারের উপর ভরসা করে না থেকে নিজেই বাড়িতে বানিয়ে নিন নতুন ধরণের কিন্তু একেবারে প্রাকৃতিক লিভ ইন কন্ডিশনার। চলুন বানানো শিখে নেওয়া যাক....

                 প্রাকৃতিক লিভ ইন কন্ডিশনার বানানোর জন্য আপনার লাগবে চার টেবিলচামচ অ্যালোভেরা জেল, একটি ভিটামিন-ই ক্যাপসুল, পাঁচ টেবিলচামচ গোলাপজল, তিন টেবিলচামচ নারকেল তেল এবং সাত ফোঁটা জ্যাসমিন এসেন্সিয়াল তেল। সব সামগ্রী একত্রিত করে একটি কন্টেনারে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। খেয়াল রাখবেন এই মিশ্রণ যেন অতিরিক্ত ঘন না হয়ে যায়। শ্যাম্পু করার পর চুল ভেজা থাকা অবস্থাতেই স্প্রে বোতলে করে এই মিশ্রণ নিয়ে চুলের শুরু থেকে শেষ পর্যন্ত স্প্রে করে নিন। এরপর ভালো করে চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এর পরেও যদি দেখেন চুল খুব বেশি উড়ছে তাহলে দ্বিতীয়বার ওই মিশ্রণ চুলে স্প্রে করে নিন। এরপর চুল ভালো করে শুকিয়ে নিন। কিন্তু শুকনো চুলে কখনো লিভ ইন কন্ডিশনার লাগাবেন না। এর ফলে চুল আঠাআঠা করতে শুরু করে।

                 ঘরোয়া পদ্ধতিতে তৈরী এই কন্ডিশনার শুধু চুলে ময়েশ্চারের জোগান দেয় তা নয়। এর সাথে সাথেই স্প্লিট এন্ডস এন্ডস s94 এর সমস্যা থেকেও মুক্তি দেয় এই ঘরোয়া লিভ ইন কন্ডিশনার। 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...