এক লক্ষ গাছ লাগালেই কেল্লাফতে

পরিবেশ দূষণ দিনের পর দিন যেইভাবে বেড়ে চলেছে তার ফলে যে কিরকম ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তা আর বলে বোঝাতে হবে না। পরিবেশ দূষণের ফলে দিন দিন বৃষ্টি কমে যাওয়া থেকে শুরু করে গ্লোবাল ওয়ার্মিংয়ের হাতছানি, পৃথিবী প্রায় যেতে বসেছে রসাতলে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা করণীয় তা কিন্তু আমরা কেউই খুব একটা সচেতনতার সাথে করছি না।কথা ছিল কিছু গাছ লাগানোর যাতে আমরা প্রাণ ভরে নিঃশ্বাসটুকু নিতে পারি এই পৃথিবীর বুকে থেকে।কিন্তু না, আমরা এখনো পর্যন্ত অতটা সচেতন হয়ে উঠতে পারিনি। চলুন না আজ থেকে নতুন একটি প্রয়াস করা যাক। একে অপরের হাতে হাত রেখেই নেওয়া যাক এক নতুন পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। কি মনে হচ্ছে কাজটি কি খুব শক্ত? একত্রিত হয়ে কাজ করলে কোনো কাজই শক্ত নয়। যেমন মিলেমিশে সকলে মিলে গাছ লাগালে সত্যিই কয়েক বছর পর আমরা পাবো এক সুন্দর পৃথিবী। ভাবছেন তো কিভাবে? চলুন জেনে নিন সেই পদ্ধতি।

 

এরকম একটি কঠিন সময়ে দাঁড়িয়ে বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দিতে পারে গাছ। কিন্তু কত গাছ লাগাতে হবে আমাদের এই মুহূর্তের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য? তারা জানাচ্ছেন, পরিস্থিতি এতটাই জটিল হয়ে যাচ্ছে দিনের পর দিন যে এই মুহূর্তে এক লক্ষ কোটি গাছ লাগালে তবেই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আসতে পারে।হ্যাঁ, সংখ্যাটা  শুনে পরান কেঁপে উঠলেও আমাদের ভবিষ্যৎ পরিস্থিতির কথা চিন্তা করে এখন এই পথে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই।তবে এই পরিমান গাছ লাগালে তার ফল স্বরূপ আমরা যে নির্মল দূষণমুক্ত পরিবেশ পাবো তা নিয়ে কোনো সন্দেহ নেই। এই পরিমান গাছ যদি পৃথিবীর বুকে রোপণ করা যায় তাহলেই কেল্লাফতে। ১০০ বছর আগে যে পরিশুদ্ধ বাতাস বইতো পৃথিবীর বুকে সেই পরিশুদ্ধ বাতাসই আবারও ফিরে পাওয়া যাবে।

 

বিশ্ব উষ্ণায়নের প্রভাবে যেইভাবে সমুদ্রের জলস্তর দিন দিন বাড়ছে সেখানে দাঁড়িয়ে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আগামী কয়েক বছরের মধ্যেই জলের তলায় চলে যাবে সমুদ্র উপকূলবর্তী দ্বীপ এবং দেশ গুলি। এছাড়াও উষ্ণায়নের প্রভাবে বৃষ্টির পরিমান কমে যেতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং এর ফল স্বরূপ খরা এবং পর্যাপ্ত পরিমান ফলন না হওয়ার সমস্যা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আর চিন্তা কিসের? কোথায় বলে, আজকের পৃথিবী অন্যের জন্য ভাবতে ভুলে গেছে। ঠিক আছে, অন্যের জন্য ভাবার দরকার নেই। অন্তত নিজের কথা ভাবি। নিজের বাঁচার জনই গড়ে তুলি এক সুন্দর পৃথিবী। দূষণহীন এই পৃথিবী গড়ে তুলতে আমাদের প্রয়োজন একে অপরের হাতে হাত রেখে গাছ লাগানোর পথে এগিয়ে যাওয়া। এক লক্ষ কোটি গাছ এক মুহূর্তের মধ্যে লাগানো সম্ভব নয় কিন্তু তার অর্ধেক পরিমান গাছ তো আমরা লাগাতেই পারি। কি তাই তো?   

এটা শেয়ার করতে পারো

...

Loading...