শরীরের পাচনতন্ত্রের অন্তর্গত বৃহদন্ত্র এবং ক্ষুদ্রান্ত্রের সংযোগস্থলে রয়েছে ছোট্ট একটা থলি যাকে অ্যাপেনডিক্স বলে। এই থলি শরীরের বিশেষ কোনো উপকারে না লাগলেও অপকার অবশ্যই করতে পারে। কিছু মানুষের ক্ষেত্রে তা প্রাণ সংশয়ের কারণও হয়ে দাঁড়ায়। ঠিক সময়ে সার্জারি না করলে অ্যাপেনডিসাইটিসে মৃত্যুও হয় রোগীর। তাই একে "সার্জিক্যাল এমার্জেন্সি" হিসাবে ধরা হয়। কোনো কারণে এই অঙ্গে খাদ্য বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত ও পুষ্টির অভাবে সমস্যা শুরু হয়। পেটে ব্যথা অনুভব হতে শুরু করে। সাধারণত পেটের ডানদিকে নাভির নিচ থেকে এই ব্যথার উৎপত্তি হয়। তার সঙ্গে বমিবমি ভাব, বমি হওয়া, খিদে না পাওয়া, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া প্রভৃতি উপসর্গ দেখা দিতে পারে। কোনো কারনে এই অ্যাপেন্ডিক্স ফেঁটে গেলে পেটে অসহ্য যন্ত্রনা হয় এবং পেট ফুলে যায় এবং অবশেষে মৃত্যু ঘটতে পারে। তাই এই রোগকে অবহেলা করা কখনো উচিত নয়। কিন্তু তাঁর মানে এই নয় যে ডানদিকে নাভির নিচে ব্যাথার কারনই অ্যপেনডিক্স, তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী।