কমান পোষ্যের হতাশা

বাড়িতে পোষ্য রাখতে কমবেশি সকলেরই ভালো লাগে নিঃসন্তান দম্পতি বা যাদের সন্তান তাদের থেকে দূরে কোথাও থাকে তারা অনেকসময়ই পোষ্যকেই নিজের সন্তানতুল্য মনে করে থাকেন পোষ্য এমনই একজন যার ওই আদূরে মুখটা দেখলেই দূর হয় সমস্ত ক্লান্তি, সমস্ত হতাশা সেই পোষ্যও কিন্তু তার মালিককেই একমাত্র নিজের লোক বলে মনে করে থাকেতার সামনে তার মালিকের সাথে অন্যকারোর অতিরিক্ত ভাব মোটেও পছন্দ হয় না তার এই কথাগুলি বলা হচ্ছে মূলত সারমেয়দের কথা মাথায় রেখে কথায় আছে, সারমেয়দের থেকে বেশি প্রভুভক্ত আর কোনো প্রাণী হয় না এই কথাটা যে কতটা সত্যি তা যারা সারমেয় পোষেন তারাই জানেন

 

অনেকসময় পোষ্যকে সঠিক যত্নআত্তি করার পরেও কোথাও যেন খামতি থেকে যায় হতাশাগ্রস্ত হয়ে পড়তে থাকে খুদে সঙ্গীটি অনেকসময়ই তার কারণ আমরা বুঝতে পারি না চলুন আজ জেনে নেওয়া যাক ঠিক কোন কোন কারণে হতাশা গ্রাস করতে পারে লোমশ বন্ধুটিকে.............

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষের মতোই নানা কারণের ফলে হতাশা আসতে পারে সারমেয়দের মনেঅনেকসময় পরিবেশগত দিক বাদ দিলেও মালিকের আচরণ থেকেই ভয় পেতে পারে পোষ্য  আর এই ভয় জমতে জমতেই একসময় তার প্রকাশ ঘটে হতাশা রূপেবিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোষ্যের সাথে কখনো কঠিন ব্যবহার করা চলবে না তারা যেহেতু শিশুর মতো হয় তাই অতিরিক্ত বকাঝকা তাদের মানসিক চাপ বাড়াতে পারেবিশেষজ্ঞের মতানুযায়ী, সারমেয়র চোখের দিকে সোজাসুজি কখনো তাকানো উচিত নয় এই মনোভাবকে তারাঅ্যাগ্রেসিভ’ বলে মনে করেএইজাতীয় মনোভাব পোষ্যের মনে হতাশার জন্ম দিতে পারে

 

পোষ্যেরা অতিরিক্ত শব্দকে ভয় পায় তা আমাদের সকলেরই জানাতাই অতি উচ্চ স্বরে পোষ্যের সাথে কথা না বলাই ভালোবিশেষ বিশেষ সময়ে যখন অতিরিক্ত বাজি ফাটে  সেইসময় পোষ্যের পাশে থেকে তাকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করুনবিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেই মুহূর্তে দেখবেন আপনার পোষ্য কোনো শব্দে ভয় পাচ্ছে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবেকিন্তু অনেকসময় দেখা যায় এইভাবে পোষ্যকে গার্ড করতে থাকলে দিনের শেষে সে প্রচন্ড ভীতু একটি পোষ্য তৈরী হবে স্বাভাবিকভাবেই তা কেউ চাই নাবিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেত্রে আরও একটি উপায় কাজে লাগাতে পারেন পোষ্য যেই মুহূর্তে ভয়ের কোন অভিব্যক্তি প্রকাশ করবে তাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যানআর যে মুহূর্তে ভয়ের কারণ থাকা সত্ত্বেও যে কোনো অভিব্যক্তি দেখাবে না সেই সময় তাকে ট্রিট দিন

 

অতিরিক্ত হতাশাগ্রস্ত সারমেয় বাড়িতে অতিথি আগমন মোটেই পছন্দ করে না সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অতিথি এই পোষ্যকে যতই পছন্দ করুক না কেন সারমেয়টি শান্ত না হওয়া পর্যন্ত তাকে এড়িয়ে চলাই ভালোবাড়িতে কোনো বাচ্চা এলে তাকে চোখে চোখে রাখবেন যাতে সে সারমেয়টির সাথে খেলা করতে গিয়ে তার উপর আঘাত না করে ফেলেবারবার একই জিনিস ঘটতে থাকলে সারমেয়র হতাশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল

 

পোষ্যের জন্য প্রচুর খেলনা এনে রাখুন যাতে আপনি যখন বাড়িতে থাকবেন না সে সেই খেলনা নিয়ে খেলতে পারেপশুচিকিৎসকেরা জানাচ্ছেন, পোষ্যের হতাশাগ্রস্ত হওয়ার মূল কারণগুলির মধ্যে এটিও একটি কারণমালিককে চোখের সামনে না দেখতে পেলে অনেক সারমেয় সেপারেশন অ্যানজাইটিতে ভুগতে থাকে আর এই উদ্বেগ ধীরে ধীরে হতাশার রূপ নেয়

 

হতাশার কারণ তো সব জানা হলো কিন্তু আপনার পোষ্য হতাশাগ্রস্ত কিনা কিভাবে বুঝবেন



হতাশা আর ভয় এই দুয়ের লক্ষণ পোষ্যদের ক্ষেত্রে মোটামুটি একই প্যানটিং, বারবার কান নাড়ানো, উচ্চস্বরে কাঁদা, থাবা ঘেমে যাওয়া প্রভৃতি লক্ষণ সেই মুহূর্তে প্রকাশ পেতে পারে দীর্ঘদিন একইভাবে চলতে থাকলে শেষে ডায়রিয়া, কনস্টিপেশন, অতিরিক্ত লোম ঝরা, অতিরিক্ত ড্রুলিং প্রভৃতি লক্ষণও প্রকাশ পেতে পারেচিকিৎসকেরা জানাচ্ছেন, অতিরিক্ত ঘুম এবং খিদে কমে যাওয়াও হতাশাগ্রস্ত পোষ্যের একটি লক্ষণ হতে পারেবিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই লক্ষণগুলি বোঝার জন্য পোষ্যের নানা বিহেভিয়ার ভালোভাবে পর্যবেক্ষণ করা উচিত যাতে বিহেভিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন এলে তা তৎক্ষণাৎ চোখে পড়ে

 

হতাশাগ্রস্ত পোষ্যকে শান্ত করার পদ্ধতি-

 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন,  কোনোরকম স্ট্রেসফুল সিচুয়েশনে পোষ্যকে ঠেলে না দেওয়াই ভালো যদি আপনার পোষ্য জলকে ভয় পায় তাহলে জলের দিকে বারবার তাকে ঠেলে না পাঠানোই ভালোপোষ্যের সাথে যতটা সময় সম্ভব ততটা সময় কাটানবিশেষজ্ঞরা জানাচ্ছেন, মানুষ তার একাকিত্ব কাটানোর জন্য পোষ্য রাখলেও সেই পোষ্যের কাছে তার মালিকই তার গোটা পৃথিবীতাই মালিকের থেকে দূরে থাকতে সে মোটেও পছন্দ করে নাযদি একান্তই পোষ্যের সাথে সময় না কাটাতে পারেন তাহলে পোষ্যের জন্য এমন কাউকে বাড়িতে রাখুন যিনি পোষ্যকে সামলানোর ক্ষমতা রাখেন, মত চিকিৎসকদের বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মালিকের মন বোঝার মতো ক্ষমতা থাকে পোষ্যের। তাই কোনো কারণে যদি আপনার মন খারাপ থাকে তার প্রভাবও পড়তে পারে পোষ্যের মনের উপরে। তাই পোষ্যকে সামলানোর আগে নিজেকে সামলান। আপনি খুশি থাকলে দেখবেন আপনার পোষ্যও খুশি

এটা শেয়ার করতে পারো

...

Loading...