চামড়ার জিনিস চকচকে করার উপায়

চামড়ার জুতো বা ব্যাগ এর ব্যবহার এখনকার দিনে কমে এলেও আজও নানা মানুষের হাতে কিন্তু দেখা যায় চামড়া দিয়ে তৈরী নানা সামগ্রী। পুরুষদের জুতো, মহিলাদের জুতো থেকে শুরু হয়েছিল চামড়ার জিনিসের ব্যবহার। আগেকার দিনে চামড়ার ব্যাগে করে পানীয় জল ফেরি করা হতো। বলা হতো, চামড়ার সংস্পর্শে থাকা জল হয় খুবই ঠান্ডা। না, আজকের আমাদের বিষয় চামড়ার কি কি সামগ্রীর ব্যবহার আজও রয়েছে তা নয়। আজ আমরা আলোচনা করবো চামড়ার জিনিসপত্র কিভাবে চকচকে রাখবো তাও আবার ঘরোয়া জিনিস ব্যবহার করে তাই নিয়ে।

বাজারে লেদারের জিনিস পরিষ্কার করার জন্য একধরণের নরম সাবান পাওয়া যায়। আপনি চাইলে তা কিনতেই পারেন। কিন্তু আপনি যদি এই ধরণের বাজারচলতি জিনিস কিনতে না চান তাহলে আপনি ঘরোয়া কিছু উপায়ের ব্যবহার করে দেখতেই পারেন। হাতের কাছে পাওয়া যায় এরকম লেদার পরিষ্কার করার কিছু পদ্ধতি হলো-

১) ভিনিগার এবং অলিভ তেল লেদারের জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে ইতিমধ্যেই সুনাম কুড়িয়ে ফেলেছে। একটি পরিষ্কার কাপড়ে ভিনিগার নিয়ে খারাপ হয়ে যাওয়া জায়গার উপরে  সরাসরি ড্যাব্বিং মোশনে লাগিয়ে দিন। শুকিয়ে গেলে এর উপরে অলিভ অয়েল লাগান এবং পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। এতে চামড়ার নমনীয়তা বজায় থাকবে। লেদারের কোনো বড় জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে একটি বাটিতে ভিনিগার এবং অলিভ অয়েল মিশিয়ে আগে থেকেই একটি মিশ্রণ তৈরী করে নিতে পারেন। এর মিশ্রনে একটি পরিষ্কার কাপড় ডুবিয়ে নিয়ে সেই কাপড় দিয়ে সম্পূর্ণ জিনিসটি মুছে নিতে পারবেন। কোনো আসবাবপত্রের ঢাকনা যদি চামড়ার হয়ে থাকে তাহলে এই পদ্ধতিতে পরিষ্কার করার পর অবশ্যই শুষ্ক কাপড় দিয়ে পুরো আসবাবটি আবার মুছে নিন।

২) চামড়ার জিনিসে চমক আনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কোনটি জানা আছে? চামড়ার জিনিস পরিষ্কার করার জন্য দরকার সাবান এবং জল। হ্যাঁ, সকলের বাড়িতেই থাকে এই সাবান আর জল। একটি বাটিতে লিকুইড সাবান বা হ্যান্ড ওয়াশ এবং তাতে ঈষদুষ্ণ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিন। এই মিশ্রণটিতে একটি কাপড় ডুবিয়ে আপনি অনায়াসেই চামড়ার জিনিসপত্রের উপর দিয়ে ধুলোবালি মুছে ফেলতে পারবেন। তবে কাপড়টিকে এমনভাবে নিংড়ে নিতে হবে যাতে কাপড়ের মধ্যে খুব বেশি জল না থাকে অথচ কাপড়টি ভেজা থাকে। সেই ভেজা কাপড় দিয়ে চামড়ার জিনিস মুছে নিয়ে তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেই জিনিসটি আবার মুছতে ভুলবেন না। কারণ পরে আরেকবার সেই জায়গাটি না মুছলে জায়গাটা আঠা আঠা হয়ে থাকার সম্ভাবনা থাকে।

৩) সাবান, ভিনিগার, অলিভ অয়েল কিছু যদি হাতের কাছে না পান তাহলে আপনি যে জিনিসটির ব্যবহার করতে পারেন তা হলো রাবিং অ্যালকোহোল। বাড়িতে যদি সামগ্রীটি থেকে থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু যদি না থাকে তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। কাছে-পিঠের যেকোনো ওষুধের দোকানে চলে যান এবং এই রাবিং অ্যালকোহোল কিনে নিয়ে আসুন। যৎসামান্য দামের এই সামগ্রীটি চামড়ার জিনিস পরিষ্কারে বেশ ভালোই ভূমিকা নেয়। চামড়ার জিনিসের উপর থেকে কালির দাগ বা অন্য কোনো দাগ দূর করতেও  এই জিনিষটির উপকার ভোলার নয়। একটি ড্যাম্প কাপড়ের উপর কয়েক ফোঁটা রাবিং অ্যালকোহোল নিয়ে নিন। এবার চামড়ার আসবাবটির উপরে যেখানে দাগ লেগেছে সেই স্থানটি এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করুন। জায়গাটিতে বেশি ঘষাঘষি করবেন না তাহলে কালির দাগ ছড়িয়ে যেতে পারে।

৪) চামড়ার জিনিসের উপর যদি চুইং গাম আটকে যায় তাহলে কি করা যেতে পারে? রাগ তো হয়ই, হওয়াটাই স্বাভাবিক। মনে হয় যে চুইং গামটি যে লাগিয়েছে তাকে দিয়েই পরিষ্কার করাই। কিন্তু সবসময় তো রাগ করাও যায় না। আর রাগ করে লাভই বা কি বলুন। সেই তো শেষ পর্যন্ত আপনাকেই সেটা পরিষ্কার করতে হবে। তার থেকে মাথা ঠান্ডা করে এই লেখাটি ভালো করে পড়ুন। চামড়ার জিনিসের উপর থেকে চুইং গাম, মোম, বা যেকোনো আঁঠালো জিনিস লেগে গেলে তা তোলার একটি খুব সহজ পথ রয়েছে। একটি প্যাকেটের মধ্যে করে জল জমতে দিন। বরফ তৈরী হয়ে গেলে সেই প্যাকেটটি চুইং গাম বা মোমযুক্ত জায়গার উপরে বেশ কিছুক্ষন চেপে ধরে রাখুন। দেখবেন চুইং গাম আলগা হয়ে উঠে আসবে।

তাহলে আজ আমরা এই আলোচনার মধ্যে দিয়ে জানতে পারলাম চামড়ার জিনিস পরিষ্কার রাখার কৌশল। চামড়ার জিনিসের ব্যবহার এখন খুব বেশি না হলেও অনেক বাড়িতে আজও কোথাও না কোথাও রাখা আছে পুরোনো দিনের চামড়ার জিনিস। সেই জিনিসটিকে পরিষ্কার করার কিছু সহজ পদ্ধতি আজ আমরা তুলে ধরলাম আপনাদের জন্য|    

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...