মেকআপের রকমসকম

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ইতিমধ্যেই এসে দরজায় কড়া নাড়ছে| কেনাকাটা এই মুহূর্তে চলছে তুঙ্গে| কোন ড্রেসের সাথে কোন লিপস্টিক পরবেন তা হয়তো ইতিমধ্যে ঠিক করা হয়ে গেছে| যারা এখনো পর্যন্ত কোন রঙের লিপস্টিক এবং ব্লাশার কিনবেন তা ঠিক করে উঠতে পারেননি তাদের জন্য রইল কিছু টিপস

 

অনেকসময়েই আমরা দেখি, পছন্দ করে কেনা লিপস্টিকের কালার মুখের সাথে একেবারেই যাচ্ছেনা| অগত্যা পছন্দের সেই লিপস্টিক হয় অন্য কাউকে দিয়ে দেওয়া নাহয় ঘরেই ফেলে রেখে দেওয়া| তাই কেনার আগেই জেনে নিন কীভাবে কিনবেন ত্বকের রঙের সাথে মানানসই মেকআপ সামগ্রী| মেকআপ কেনার আগে একটা কথা অবশ্যই মাথায় রাখা উচিৎ যে, যে মেকআপ ট্রেন্ডে রয়েছে তা আপনার স্কিন টোনের সাথে মানানসই নাও হতে পারে| লিপস্টিক কেনার আগে খেয়াল রাখবেন লিপস্টিকের রং যেন ঠোঁটের রঙের থেকে দুই শেড গাঢ় হয়| ঠোঁটের রঙের থেকে হালকা রঙের লিপস্টিক কিনলে তা ওয়াস  আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়| ব্লাশারের ক্ষেত্রে, গালের নরম জায়গা যেখানে ব্লাশার অ্যাপলাই করা হয় সেই জায়গাটি কিছুক্ষণ চেপে ধরে রাখুন| রক্ত জমার ফলে ওই জায়গাটি যে রংটি ধারণ করবে সেটাই আপনার জন্য উপযুক্ত ব্লাশারের রং| চলুন এবার জেনে নেওয়া যাক কোন স্কিন টোনের জন্য কোন কোন রঙের লিপস্টিক এবং ব্লাশার পারফেক্ট হতে পারে…..

 

অতিরিক্ত ফর্সা রং যাদের তাদের স্কিনটোন কে বলা হয় ফেয়ার স্কিনটোন| তাদের ক্ষেত্রে সবধরনের গাঢ় রং উপযুক্ত নাও হতে পারে| বিউটিশিয়ানদের কথা মতো, এই ধরনের স্কিন টোনের জন্য কমলা বা কমলা ঘেষা কোনো রং মুখের সাথে না মানানোর সম্ভাবনা প্রবল| তাদের ক্ষেত্রে অ্যাপ্রিকট বা কোরাল শেড অনেক বেশি উপযুক্ত| এছাড়াও মভ, মোকা শেডস এবং পিচ কালার ব্যবহার করতে পারেন| ব্লাশারের ক্ষেত্রে বাছতে পারেন অ্যাপ্রিকট বা পিঙ্ক বেসে যেকোনো রং|

 

গম রঙের ত্বককে বলা হয় হুইটিস স্কিনটোন| এরকম স্কিনটোনের জন্য মোটামুটি সবধরনের রঙের লিপস্টিকই  উপযুক্ত|ন্যুড শেড বাদ দিয়ে ব্রাউনের বিভিন্ন শেড থেকে শুরু করে মেরুন যেকোনো গাঢ় রংই খুব ভালো যায় এইধরনের  স্কিনটোনের সাথে| ব্লাশারের ক্ষেত্রে বাছতে পারেন কোরাল, পিচ, পিঙ্কের যেকোনো শেড

 

মাঝারি গায়ের রং যাদের তাদের বলা হয় ডাস্কি স্কিনটোন| যাদের ডাস্কি স্কিনটোন তারা মেরুন বা লাল রঙের লিপস্টিক ব্যবহার করতে পারেন| ব্লাশারের ক্ষেত্রে বেছে নিতে পারেন হালকা ব্রাউন কিংবা হালকা কমলার যেকোনো শেড|


ডার্ক স্কিনটোনের জন্য উপযুক্ত লিপস্টিক হল ব্রাউন বেরি শেড| দূরে থাকুন কমলা, পিঙ্ক ব্রাইট রেড থেকে| লাল লিপ্সস্টিক পছন্দ হলে বাছতে পারেন রুবি রেড কিংবা ওয়াইন রং| শ্যামবর্ণা নারীরা প্রায়ই ব্লাশার লাগানো থেকে বিরত থাকেন| কিন্তু বিউটিশিয়ানরা জানাচ্ছেন, গাঢ় প্লাম, মভ প্রভৃতি রং শ্যামবর্ণাদের মুখে এক আলাদা ডাইমেনশন আনতে পারে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...