এইবছর কিভাবে দোল খেলবেন টলিপাড়ার নবদম্পতিরা?

টলিপাড়ার প্রত্যেক অভিনেতা ও অভিনেত্রীরা সবসময় কাজে ব্যাস্ত। তাঁদের অধিকাংশ সময়টাই  শুটিং ফ্লোরে কেটে যায়। কিন্তু কিছুদিনের পরই  আসছে দোল। ফলে, এই সময়টা টলি ইন্ডাস্ট্রি পুরোপুরি বন্ধ থাকে। এই ক’টা দিন হই হুল্লোড় করেই কাটাবেন সকল তারকরা।

এই বছর টলিপাড়ায় রয়েছেন বহু নবদম্পতি। তাঁদের বিয়ের পর এটা প্রথম রং উৎসব। প্রথম বছর যুগলে কিভাবে উদযাপন করবে দোল উৎসব?

গতবছর ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেতা সৌরভ দাস  ও দর্শনা বণিক। সংবাদমাধ্যমে জানিয়েছেন যে বর্তমানে চেতলায় যে ফ্ল্যাটে তাঁরা থাকেন তার অন্দরসজ্জার কাজ শেষ না হওয়ায় সে ভাবে পুজো দিতে পারেননি । দোলের দিন সেটাই করবেন দম্পতি ।কিছু বন্ধুকে ডাকবেন। এরপর সন্ধ্যায় সৌরভের বেহালার বাড়িতে যাবেন তাঁরা । তবে, দোলের দিন ভাং খাবার প্রবল অনীহা রয়েছে দর্শনার।

টলিপাড়ার আরও এক নবদম্পতি সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। গত বছর ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। সদ্য প্যারিস ঘুরে এসেছেন দম্পতি। কিন্তু জানা গিয়েছে যে, এ বছর দোলে কলকাতায় থাকছেন না তাঁরা। বেঙ্গালুরুতেই কাটবেন রঙের উৎসব। সন্দীপ্তা জানান, তাঁর বান্ধবীর সন্তান হয়েছে। তাকে দেখতে ওই সময় বেঙ্গালুরু যাবেন তাঁরা। সেখানে সন্ধ্যায় অল্প আবির খেলবেন যুগলে।

অন্যদিকে, টলিপাড়ার আলোচিত নবদম্পতি,  কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তাঁরা কিভাবে খেলবেন দোল? এই বিষয়ে কাঞ্চন জানিয়েছেন যে  ২৪ তারিখ অর্থাৎ রবিবার দোলপূ্র্ণিমার দিন প্রথমে রাধামাধবের সঙ্গে আবির দিয়ে দোল খেলবেন যুগলে । তারপর নিজেরা আবির দিয়ে দোল খেলবেন। পাশপাশি তিনি আরও জানিয়েছেন যে বাইরে গিয়ে দোল খেলা তিনি কিংবা শ্রীময়ী, কেউই তেমন পছন্দ করেন না। তাই ২৫ তারিখ অর্থাৎ হোলির দিন বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে মাংস-ভাত খেয়ে আনন্দ করবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...