যদি আপনি ভাবছেন মেয়েরা শুধু শারীরিক দিক থেকে ছেলেদের থেকে আলাদা হয় তাহলে ভাবনাটা সংশোধন করুন, আসলে মেয়েরা মনের দিক থেকেও অনেক আলাদা হয়| সাধারণত তারা একটু বেশি সংবেদনশীল হয় ছেলেদের তুলনায়|
মেয়েরা সারাদিন নানারকম জিনিস সামলায়, সে বাড়ি সামলানো হোক কি বাইরে গিয়ে কাজের জায়গা সামলানো| পরিবার স্বজনের জন্য হোক কি অফিসের চাপ সব মিলিয়ে একটা প্রভাব ফেলে তাঁর মনে| এর ফলস্বরূপ আমরা দেখতে পাই একটা মেয়ের মধ্যে হঠাৎ ‘মুড সুইং’ হয়| সে এমন কিছু বলে ফেলে বা করে ফেলে যা তাঁর স্বভাবে নেই বা স্বভাবের বাইরে| ছোট ছোট কারণে বা কখনো কারণ ছাড়াই তাদের মন খারাপ হয়|
বিশেষজ্ঞরা মনে করেন এর জন্য দায়ী কিছু কারণ, সেগুলি হলো:
1. যখন মেয়েদের ঋতূচক্র চলে তখন তাঁদের শরীরে হরমন পরিবর্তন হয়, এটি ‘মুড সুইং’-এর প্রধান কারণ হিসাবে চিহ্নিত|
2. কারণ হল মেনোপজ এস্ট্রোজেন হ্রাস ও পরোক্ষ প্রভাব|
3. জীবনের কিছু প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয় ও তাদের পরিবর্তন নিয়ে অনেক সময় আমাদের মন খারাপ হয়|
বিশেষ দ্রষ্টব্যঃ- মাত্রাধিক চিন্তা ও চাপ থেকে দুরে থাকলে ‘মুড সুইং’ কমানো যাবে|