বাচ্চাদের সঙ্গে বড়রা যত কথা বলবে, তত তারা কথা বলতে শিখবে দ্রুত, এটা তো সবাই জানে...তবে আপনি কি এটা জানেন বাচ্চাদের অঙ্গভঙ্গি, কন্ঠস্বর ও তাকানো দেখে অনুমান করা যায় বাচ্চাটি ভবিষ্যতে কতটা ‘অ্যাটেনটিভ’ হবে?
সম্প্রতি গ্রেট ব্রিটেনের ইউনিভার্সিটি অফ শেফিল্ড তে হওয়া একটি গবেষণাতে প্রকাশ পায় বাচ্চাদের কেউ আদর করতে গেলে তার দিকে তাঁকিয়ে বাচ্চারা কন্ঠধ্বনি(babble) করলে তা থেকে বোঝা যায় বাচ্চাটার ভবিষ্যতের ভাষা, ভোকাবুলারি স্কিলস। গবেষকরা ১১ থেকে ১২ মাসের বাচ্চাদের নিয়ে এই পর্যবেক্ষণ করেন, এতে তাঁদের যত্ন নেওয়া মানুষের প্রতি তাকানোর ফ্রিক্যুয়েন্সী পরিলক্ষিত হয়। এই স্টাডিটি প্রকাশ পেয়েছে জার্নাল ডেভেলপমেন্ট সাইন্স-এ|
গবেষকরা পরীক্ষা করেন বাচ্চাদের ভাষার উন্নতিসাধনে কিরকমের ক্রিয়া অনুমান করা হয়। এই গবেষণা বলছে, যে যত্ন নিচ্ছে বাচ্চারা যখন তাঁর সঙ্গে চোখে চোখ রাখে এবং যোগাযোগ করার চেষ্টা করে, তাঁদের ভাষা উন্নতিতে এটা খুব ভালো প্রভাব ফেলে। শব্দ শেখার আগে কথা বলার আয়ত্ত করতে এইভাবে তাঁরা বুঝতে পারে। এছাড়াও এই গবেষণা বলছে বাচ্চাদের দামী দামী খেলনা ছাড়াই খুব সহজ ভাবে কয়েকটা ধাপেই যেকোনো কিছু শেখানো সম্ভব।
গবেষকদের মতে এই স্টাডির ফলাফলের সাহায্যে বাচ্চাদের দেরিতে কথা বলা শেখার ঝুঁকি কমে যায়।