কিভাবে অনলাইন মাধ্যমে পাসপোর্ট রিনিউ করবেন? জানুন সমস্ত বিষয়

সকল মানুষের কাছে পাসপোর্ট হল একটি জরুরি অফিসিয়াল নথি, যা জরুরি নথি হিসেবে কাজ করে। কারণ এই পাসপোর্ট হল যেকোনও ব্যক্তির ধারকের পরিচয় এবং জাতীয়তা নিশ্চিত করে। এছাড়া পর্যটক, ব্যবসা বা শিক্ষার মতো বিভিন্ন উদ্দেশ্যে ভ্রমণের সুবিধা দেয়।

জানা যায় যে ভারতীয় পাসপোর্ট ইস্যু করার তারিখ থেকে দশ বছরের জন্য বৈধ থাকে, তারপরেই রিনিউ করার জন্য প্রয়োজন হয়। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার তিন বছর পর্যন্ত বা মেয়াদ শেষ হওয়ার এক বছর আগে পর্যন্ত রিনিউ শুরু করা যেতে পারে।

কিন্তু যাতে কোনও ঝামেলায় না পরতে হয়, তার জন্য মেয়াদ শেষ হওয়ার অন্তত নয় মাস আগে আবার রিনিউ করার সুপারিশ দেওয়া হয়। ছয় মাসের মধ্যেও রিনিউ করা সম্ভব, তবে তাতে দেরি হতে পারে।

Passport-Seva-Kendra-Kolkata_11zon

জানা যায় যে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যেটি প্রথম ঘটবে, এই পাসপোর্ট ৫ বছরের জন্য বা ১৮ বছর না হওয়া পর্যন্ত বৈধ। এরপর পাসপোর্ট রিনিউয়ের জন্য তারা অনলাইন পদ্ধতি বেছে নিতে পারে। ১৫ থেকে ১৮ বছর বয়সী নাবালকদের প্রায় ১০ বছর স্থায়ী একটি পূর্ণ-বৈধ পাসপোর্ট পাওয়ার সম্ভবনা রয়েছে।

ঘরে বসেই অনলাইনে পাসপোর্ট রিনিউ করা সম্ভব। কিভাবে অনলাইন মাধ্যমে পাসপোর্ট রিনিউ করবেন? ধাপে ধাপে জেনে নিন সমস্ত উপায়

  • প্রথমেই আপনাকে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে যেতে হবে কিংবা এই লিঙ্ক (https://www.passportindia.gov.in/)–টায় ক্লিক করলেই হবে।
  • এরপর আপনাকে নতুন ব্যবহারকারী (New User Registration) হিসেবে রেজিস্টার করতে হবে। তবে, আপনি যদি একজন বিদ্যমান ব্যবহারকারী (Existing User Login) হন, তাহলে শুধুমাত্র লগ ইন করলেই হবে ।
  • এরপর ‘Apply for Fresh Passport/Re-issue of Passport’ অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ‘Click here to fill the application form’ অপশনটিতে সিলেক্ট করতে হবে।
  • তারপর, আবেদনকারী, পরিবার এবং ঠিকানা তথ্য সহ প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
  • যোগাযগের জন্য সমস্ত রকম বিবরণ এবং আগের পাসপোর্টের বিবরণ লিখতে হবে।
  • এরপর স্ব-ঘোষণায় সম্মতি দিয়ে ফর্মটিকে জমা দিতে হবে।
  • ফর্ম জমা দেওয়ার পরে, নতুন করে পাসপোর্ট রিনিউয়ের জন্য ফি প্রদান করতে এগিয়ে যেতে হবে এবং একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক করতে হবে।

এরপর জেনে নিন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট শিডিউল করতে হবে?

  • প্রথমেই, পাসপোর্ট সেবা ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
  • এরপর ‘View Saved and Submitted Application’ অপশন সিলেক্ট করে ‘Pay and Schedule Appointment’ সিলেক্ট করতে হবে।
  • এরপর আপনাকে একটি অর্থপ্রদানের পদ্ধতি সিলেক্ট করতে হবে এবং একটি পাসপোর্ট সেবা কেন্দ্র (PSK) নির্বাচন করতে হবে।
  • এরপর ক্যাপচা কোড দিয়ে নিজেদের পছন্দের PSK নিশ্চিত করতে হবে।
  • এরপর উপলব্ধ তারিখগুলি থেকে একটি সুবিধাজনক স্লট বেছে নিতে হবে এবং ‘Pay and Book the Appointment’ সিলেক্ট করতে হবে।
  • পাসপোর্ট রিনিউ করার ফি বয়স, পেজ এবং স্কিম (স্বাভাবিক বা তত্কাল) এর উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। ততকাল স্কিমে অতিরিক্ত ২০০০ টাকা ফি লাগে।

পাসপোর্ট রিনিউয়ের জন্য কি কি প্রয়োজনীয় নথিগুলি দরকার?

প্রয়োজনীয় নথিগুলির মধ্যে রয়েছে —

  • আসল পাসপোর্ট
  • আবেদনের রসিদ এবং প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলির স্ব-প্রত্যয়িত কপি
  • ঠিকানার প্রমাণ এবং নিজেদের বিভাগের উপর নির্ভর করে অন্যান্য নির্দিষ্ট নথি।

এই সমস্ত নথিগুলি ওয়েবসাইটে আপলোড করার পরে, রিনিউয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে হবে।

এবার আসা যাক যে, কিভাবে নিজেদের পাসপোর্ট রিনিউয়ের স্থিতি ট্র্যাক করতে পারবেন?

  • প্রথমেই, পাসপোর্ট সেবা পোর্টালে লগ ইন করতে হবে।
  • এরপর ‘Track application status’ অপশন বেছে নিতে হবে।
  • এরপর আবেদনের ধরন, ফাইল নম্বর এবং জন্ম তারিখের মতো বিশদ বিবরণ লিখতে হবে।
  • নিজেদের পাসপোর্টের অবস্থা জানতে ‘Track application status’ এ ক্লিক করতে হবে।
  • প্রক্রিয়াকরণের সময়টি নিজেদের নির্বাচিত স্কিমের উপর নির্ভর করে। স্বাভাবিক স্কিমটি ৩০-৬০ দিন সময় নেয় এবং তত্কাল স্কিমটি ৩-৭ দিন।

তবে, এই পাসপোর্ট রিনিউয়ের আবেদন ফি প্রয়োজন। সেটি নির্ভর করে নির্বাচিত স্কিমের উপর। জেনে নেওয়া যাক আবেদন ফিয়ের বিষয়

  • প্রথমে জানা যাক, ১০ বছরের মেয়াদে ৩৬ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট/পাসপোর্ট পুনরায় ইস্যু করার খরচ মাত্র ১৫০০ টাকা।
  • ১০ বছরের মেয়াদের ৬০ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট/পাসপোর্ট পুনরায় ইস্যু করার খরচ হল ২০০০ টাকা।
  • এছাড়া, অপ্রাপ্তবয়স্কদের জন্য নতুন পাসপোর্ট/পুনরায় ইস্যু করা (১৮ বছরের কম বয়সী), ৫ বছরের জন্য বৈধ বা নাবালকের বয়স ১৮ না হওয়া পর্যন্ত, যেটি আগে হয় (৩৬ পেজ) – ১০০০ টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...