চলতি গরমে দেশের উষ্ণতম স্থান এবার অন্য

আমরা ছোটবেলা থেকে শুনে ও পড়ে আসছি আমাদের দেশের উষ্ণতম স্থান রাজস্থান, এটা কি এখনও এতটাই সত্যি ভেবে দেখুন! মধ্যপ্রদেশের খাজুরাহো নামটা নিশ্চই অনেকের শোনা, সেখানেই গত শুক্রবার ২৫শে মে উষ্ণতা ছিলো গাঁয়ে ছ্যাঁকা দেওয়ার মতো, ৪৭.৫ ডিগ্রী সেলসিয়াস| আবহাওয়া দপ্তর মনে করছে এটি দেশের উষ্ণতম জায়গা হিসাবে নাম অর্জন করতে চলেছে| ঘূর্ণিঝড়ের পরিবেশ সৃষ্টি হয়েছে রাজস্থান থেকে ঝাড়খন্ড পর্যন্ত, এমনটি জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস| শুধু খাজুরাহো নয় দিল্লির উষ্ণতাও ৪৭ ডিগ্রী ছুঁতে পারে মনে করছে আবহাওয়াবিদরা| শিবপুর, গোওয়ালিয়র, খাডওয়া, ছাত্তারপুর, রায়সেন, রেওয়া, সাতনা, টিকামগড় ও আরো কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে| গরমের সাথে শুকনো খটখটে হাওয়া উষ্ণতার তীব্রতা বাড়িয়ে দিচ্ছে এই ‘গরম কাল’-এ|

এটা শেয়ার করতে পারো

...

Loading...