আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১লা রবিবার জুলাই কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির আন্তর্জাতিক সভাপতি ডা: প্রকাশ মল্লিক, 'বুলবুল' পত্রিকার সম্পাদক সিরাজুল ইসলাম, সমীর ব্রম্ভচারি ,ডা: পার্থ মল্লিক , ডা: কুনাল ভট্ট্যাচার্য , ডাঃ রাজেশ কুন্ডু প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশের ডাঃ সইদুল ইসলাম ভূঁইয়া, ডা:দিলওয়ার হোসেন সহ আটজন চিকিৎসক।পস্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৬০ জন প্রতিনিধি। ডা: প্রকাশ মল্লিক বললেন , "হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষকে সঠিকভাবে সুস্থ করে তুলতে পারে। হোমিওপ্যাথিতে ক্যান্সার, হাঁপানি সহ জটিল রোগের চিকিৎসা সম্ভব "। প্রসঙ্গত উল্লেখ্য ওয়ার্ল্ড ফেডারেশন সারা পৃথিবী ব্যাপী হোমিও মনস্কতা গড়ে তোলার কাজ করে থাকে । ১০ টি দেশে এদের শাখা আছে। এদিন প্রকাশ মল্লিক-এর লেখা 'ক্যান্সার ও হোমিওপ্যাথি' বইটি প্রকাশিত হয়।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির মহিলা শাখার সম্পাদিকা রিংকি বন্দ্যোপাধ্যায় ও পরিমল কুন্ডু। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...