মুম্বই'য়ে 'হোম সিস্টেম অটো'

মুম্বইয়ের সত্যবান গীতে এখন খবরের শিরোনামে। তাঁর নিজস্ব উদ্ভাবনী শক্তির জোরে বিভিন্ন মানুষের মন জয় করে নিয়েছেন। সত্যবান নিজের সঙ্গে নিজের অটোটিকেও বিখ্যাত করে তুলেছেন। একটি সাধারণ অটো রিকশাকে সত্যবান করে তুলেছেন অসাধারন। সেই কারণেই সেই অটোকে বলা হচ্ছে মুম্বই তথা বাণিজ্য নগরীর প্রথম 'হোম সিস্টেম অটো'।

                  বিশেষ রকম নামই বলে দিচ্ছে বাড়ির মত যাবতীয় সুযোগ সুবিধা পাওয়া যাবে এই অটোতে। অটোর মনিটারে লেখা রয়েছে, এখানে কী কী সুবিধা উপলব্ধ হবে। প্রবীণ নাগরিকদের জন্য এক কিলোমিটার বিনামূল্যে যাত্রা সহ স্মার্টফোন চার্জার, মোবাইল কানেক্ট টিভি, ব্লু টুথের সাহায্যে গান বাজানোর সুবিধা, হাত ধোওয়ার বেসিন, পরিশ্রুত পানীয় জল, কুলার ফ্যান ছাড়াও রয়েছে ফিট থাকার টিপস। রয়েছে হাত পরিষ্কার করার জন্য লিকুইড হ্যান্ডওয়াশ। বেসিনের সামনে রাখা রয়েছে একটি আয়না, একটি ডেস্কটপ কম্পিউটার মনিটর। মনিটরটি সেই অর্থে চলেনা, কিন্তু এতেই লেখা রয়েছে, অটোতে কেমন ধরনের সুবিধা পাওয়া যাবে। আরামদায়ক বসার সিটের দু'পাশে সার দিয়ে সাজানো রয়েছে ছোট ছোট গাছের টব

                  বাণিজ্যনগরীর বলিউড তারকা টুইঙ্কল খান্নারও দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন সত্যবান। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এই অটোরিক্সওয়ালার হল অফ ফেম পাওয়া উচিত। সত্যবান এই খবর শুনে উচ্ছসিত। তিনি যে অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার বড় ফ্যান তাও জানাতে ভুললেন না। তিনি জানিয়েছেন, তাঁর অটোতে চড়ে যাত্রীরা স্বাচ্ছন্দ অনুভব করলেই তিনি খুশি হবেন।

এটা শেয়ার করতে পারো

...

Loading...