উত্তরবঙ্গের হোম-স্টে গুলি নতুন করে সাজাতে উদ্যোগী হল পর্যটন দফতর

পাহাড় থেকে সমুদ্র মাঝে রয়েছে রঙিন সমস্ত জায়গা। যত দিন যাচ্ছে, ততই আকর্ষণীয় করে গড়ে তোলা হচ্ছে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি। উন্নত পরিকাঠামো, ঝকঝকে রাস্তাঘাট এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে যাতে পর্যটকেরা এসে এখানে স্বাচ্ছন্দ বোধ করতে পারেন। এছাড়াও নতুন অ্যাপ প্রকাশ করার কথাও জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং অর্থাৎ প্রায় গোটা উত্তরবঙ্গ জুড়ে বারবার হোম-স্টে নিয়ে অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগ কখনও আসছে মালিকপক্ষ থেকে আবার কখনও পর্যটকদের কাছ থেকে।

                পর্যটন মন্ত্রকের একাংশ জানিয়েছেন, পাহাড় বা জঙ্গলের গা ঘেঁষে বনবস্তিতে ঘর বা ফাঁকা বাড়ি থাকলে যে কেউ হোম-স্টে র বোর্ড ঝুলিয়ে দিচ্ছেন। এছাড়াও অনলাইন বা ওয়েবসাইটেও ব্যবসা হচ্ছে। পরিকাঠামোর ব্যবস্থা না করে শুধুমাত্র ব্যবসার খাতিরে হোম স্টে খোলার ফলে আসল হোম স্টে -র স্বাদ পাচ্ছেন না পর্যটকেরা। কোথাও পাহাড়ে শেল রুটির সঙ্গে আলুর দম, রাই শাক বা মোমো খাওয়ানো হলেও ঘর, শৌচালয় বা বিছানা ঠিক থাকেনা। আবার কোথাও রুটির সঙ্গে চিলি চিকেন দেওয়া হচ্ছে পর্যটকদের। এটা অনস্বীকার্য হোম-স্টে তে থাকার অর্থ হল সেই জায়গার সংস্কৃতি, খাদ্য প্রভৃতির সঙ্গে পর্যটকদের পরিচিতি ঘটানো। সেটাই যদি না হয়, স্বাচ্ছন্দও যদি সঠিকভাবে দেখা না হয়, তাহলে পর্যটকেরা হোম-স্টে তে থাকতে যাবেন কেন? আবার অনেক জায়গায় ব্যবস্থাপনা খুব সুন্দর হলেও তার বাণিজ্যিকীকরণ সঠিকভাবে না হওয়ায় তার প্রচার নেই, অর্থাৎ পর্যটকেরা জানেই না সেখানে সুন্দর হোম-স্টে রয়েছে।

              এই সমস্ত ব্যাপার খতিয়ে দেখে বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে জেলা শাসকের এক নির্দেশিকায় বলা হয়েছে, হোম স্টে নিয়ে টাকা না পাওয়ার বিষয়ে যে অভিযোগ সামনে এসেছে, তা যেন দ্রুত খতিয়ে দেখে নিষ্পত্তি করা হয়। হোম-স্টে প্রকল্পের মাধ্যমে প্রায় ৪০০ বাড়িকে দেড় লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে রাজ্য সরকার। যদিও এই টাকা দেওয়া হবে এমন বাড়িকেই যাদের ১ থেকে ৩টি ঘর আছে। এখনও পর্যন্ত ৬০০ আবেদন জমা পড়ে রয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এছাড়াও রাজ্যে প্রায় আড়াই হাজার হোম-স্টে র ঠিকানা সহ খুঁটিনাটি সমস্ত তথ্য পর্যটকদের সামনে আনার জন্য পর্যটন দফতরের ওয়েবসাইট ঢেলে সাজাচ্ছে সরকার, যাতে তার মাধ্যমে সব তথ্য পেয়ে নিজেদের পছন্দ মতো হোম-স্টে বেছে নিতে পারেন পর্যটকেরা।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...