ব্ল্যাকহেডস-এর ঘরোয়া সমাধান

ব্ল্যাকহেডস এমন একটি জিনিস যা মেকআপ দিয়েও ঢাকা যায় না। আর যেকোনো বয়সের মানুষেরই ব্ল্যাকহেডসের সমস্যা হতে পারে।নারীপুরুষ নির্বিশেষে সকলেই এর দ্বারা আক্রান্ত হতে পারে। আর একবার আক্রান্ত হওয়ার অর্থই হলো সৌন্দর্য্যের দফারফা। সহজে দূরও করা যায় না এই বিপদকে। নাকের চারপাশেই বেশি দেখা যায় এই  ব্ল্যাকহেডস। ব্ল্যাকহেডস রিমুভ করার জন্য বাজারে নানা প্রোডাক্ট পাওয়া গেলেও খুব একটা কার্যকরী হয় না এইসব প্রোডাক্ট। তাছাড়া বাজারচলতি প্রোডাক্টে মিশ্রিত থাকে প্রচুর কেমিক্যাল। তা উল্টে ত্বকের ক্ষতি করতে পারে।তাই সবরকম ত্বকের সমস্যায় বাইরের প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। 

 

ব্ল্যাকহেডস কমানোর জন্য মূলত ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং-সৌন্দর্য্য রক্ষার এই তিনটি গোল্ডেন রুল অবশ্যই মেনে চলা উচিত। এবার চলুন জেনে নেওয়া যাক ব্ল্যাকহেডসের ঘরোয়া কিছু সমাধান। 

 

১) অ্যালোভেরা জেল-প্রাকৃতিক অ্যালোভেরা জেল ত্বক থেকে শুরু করে চুলের জন্য খুব ভালো। ব্ল্যাকহেডসের সাথে মোকাবিলা করার জন্য অ্যালোভেরা জেলের সাহায্য নিতেই পারেন। সারাদিনের মেকআপ তুলতে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। বিশেষ করে অ্যালোভেরা জেল যদি প্রাকৃতিক হয় তাহলে তো কোনো কথাই নেই। মেকআপ তোলার সাথে সাথে ত্বকের যত্নও নেওয়া হয় এর সাহায্যে। প্রাকৃতিক অ্যালোভেরা জেল ব্ল্যাকহেডসের উপরে লাগালে উপকার মেলে খুব কম দিনের মধ্যেই

 

২) শরীর থেকে মেদ দূর করতে গ্রিন টির কোনো তুলনা হয় না। সেরকমই মুখমন্ডল থেকে ব্ল্যাকহেডস কমানোর জন্য গ্রিন টির উপর ভরসা রাখতে পারেন। একটি পরিষ্কার সুতির কাপড় গ্রিন টিতে ডুবিয়ে তা ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গায় চাপা দিয়ে রাখুন। অ্যান্টিঅক্সিডেন্টের প্রাচুর্যের জন্য ব্ল্যাকহেডসের উপর বিশেষভাবে এটি ক্রিয়া করে। এটি ত্বক থেকে বলিরেখা কমাতেও মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে।

 

৩) ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে ব্রণ বা এই ব্ল্যাকহেডসের সমস্যা অনেক বেশিমাত্রায় পরিলক্ষিত হয়ে থাকে। সেই ক্ষেত্রে ত্রাতা হিসেবে দেখা দিতে পারে ডিম। তৈলাক্ত ত্বকে ধুলোময়লা বেশি আটকে থাকে। তাই ব্ল্যাকহেডস দূর করার আগে প্রয়োজন ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করা। এর জন্য প্রয়োজন পড়বে একটি ডিমের। ডিমের সাদা অংশের সাথে এক চামচ মধু মিশিয়ে সারা মুখে লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে তারপর কোনো হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

 

৪) প্রাকৃতিক ট্যান রিমুভার হিসেবে কাজ করে টমেটো। তাই প্রতিদিন রোদ থেকে ফিরে মুখে টমেটো মাখতে পারলে ট্যানের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিন টমেটো মাখার ফলে আবার ব্ল্যাকহেডসের সমস্যা থেকেও মুক্তি মেলে।

 

আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তার পরেই শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে কাছের উৎসব দূর্গা পুজো। তার আগেই সেজে উঠুন প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করে। বাজারচলতি সামগ্রী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি না করে এবার ব্যবহার করুন এইসব প্রাকৃতিক সামগ্রী আর পান জেল্লাদার উজ্জ্বল ত্বক

এটা শেয়ার করতে পারো

...

Loading...