কম বেশি আমাদের সকলেরই চুল পড়ে। চুল পড়াতে নারী পুরুষ কোনো ভেদাভেদ তো নেই। না আছে কোনো সিজিনের। চুল পেঁকে গেলে নয় চুলে রং করা যায়। কিন্তু চুল পড়ে পাতলা হয়ে গেলে কিছুতেই মানায় না উপরন্তু মাথার টাক দেখা যায়। ১২মাসের এই সম্যসা থেকে বাঁচতে ঘরোয়া উপায়কে সাথী করে নিন। নিত্য আমরা যা ব্যবহার করি বা যা আহার করি সেই জিনিসগুলোকে কাজে লাগান আপনার চুল পরিচর্চার জন্য। আপনি কি জানেন চুল পড়ার সমাধান করতে পারে ডিম৷ ডিমে থাকে প্রোটিন, ভিটামি বি১২, আয়রন, জিঙ্ক আর ওমেগা সিক্স ফ্য়াটি অ্য়াসিড। যা চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে সাহায্য করে৷একটা ডিমের সঙ্গে ১ টেবল চামচ অলিভ অয়েল মিশিয়ে ভাল করে ফেটিয়ে মিহি মাস্ক তৈরি করুন৷ অলিভ অয়েলের বদলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন৷ এই মিশ্রণ ভাল ভাবে স্ক্যাল্পে মাসাজ করুন৷ চুলের গোড়া থেকে শুরু করে ডগা পর্যন্ত পুরোটাই মাসাজ করবেন৷তারপর ৩০ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ভুল করেও গরম জলের ব্যবহার করবেন না। সপ্তাহে তিন দিন এই পদ্ধতি ব্যবহার করে দেখবেন ক্রমানয় আপনার চুল পড়া আগের তুলনায় অনেক কমে গেছে।