সাদা চুলের ঝিলিক

"মোদের পাকবে না চুল"- রবিঠাকুর তাঁর রচিত গানের মধ্যেই এই অভিপ্রায় ফুটিয়ে তুলেছিলেন যেন আমাদের কারোর চুলে কোনোদিনও না পাক ধরে। কিন্তু বাস্তবে কি তা হয়? বয়স হওয়ার সাথে সাথে চুল একটি দুটি করে সাদা হতে শুরু করে। সেই অর্থে বার্ধক্য আসার আগেই আজকাল মাথার কালো চুলের মাঝে মাঝে উঁকি দেওয়া সাদা চুলগুলো জানান দেয়, বয়স কিন্তু বাড়ছে! বয়স বাড়বে আর তার সাথে চুল ও পাকবে এই পদ্ধতিতে বাধা আমরা দিতে পারি না। সম্পূর্ণ প্রাকৃতিক একটি পদ্ধতি এটি।

বয়সকালে চুল পেকে যাওয়াটাই দস্তুর। কিন্তু চুল পেকে গেলে আপনার তুলনায় সমাজ আপনার বয়সটা  বাড়িয়ে দেবে। আসলে বয়স যে দিনে দিনে বাড়ছে সেটা কজন আর অন্য লোককে জানাতে চায় বলুন? আমিও চাই না আর আপনিও চান না নিশ্চই।

Read Also :  ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার । মুখো-রোচকের সম্ভার

তাই সাদা চুল কালো করার জন্য বাজারে নানারকম কলপজাতীয় জিনিস পাওয়া যায়। তাছাড়া রয়েছে নানা হেয়ারডাই। যা লাগালেই কিনা পলক ফেলার সাথে সাথে চুল হয়ে উঠবে আগের মতো কালো। কিন্তু বাজার চলতি জিনিসের মধ্যে যে অনেকরকম কেমিক্যাল থাকে তার কি হবে? চুলের রং বদলাতে গিয়ে উল্টে চুলের ক্ষতি হয়ে যাবে না তো? হয়তো বলবেন, অনেকেই তো ব্যবহার করছে। হ্যাঁ, বাজার থেকে কলপ বা ডাই কিনে আজকাল অনেক মানুষই সাদা চুল ঢেকে দিচ্ছেন অন্য রঙের আড়ালে। যদিও ভিতর ভিতর চুলের ক্ষতিও সাধিত হচ্ছে। চলুন আজ আমরা এমন কিছু ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নিই যা দিয়ে খুব সহজেই এবং একদম প্রাকৃতিকভাবে নিজের চুলে রং করতে পারবেন। চলুন জানা যাক...

চুলের সমস্যার সমাধানে অন্যতম হিসেবে যথেষ্ট প্রশংসার দাবি রাখে রান্নাঘরের একটি সামগ্রী মেথি। মেথি চুলের কি কি উপকার করে তা মোটামুটি সকলেরই জানা। মেথিতে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং লিথিকন চুলের জন্য বিশেষ উপকারী। কিন্তু এই মেথি কিভাবে ব্যবহার করলে উপকার পাবেন? প্রথমে এক মুঠো মেথি নিয়ে নারকেল তেল বা আমন্ড তেলের সাথে একসাথে ফোটান। ফুটন্ত তেল উনুন থেকে নামিয়ে খানিকটা সময় রেখে দিন যাতে তেল হালকা ঠান্ডা হয়ে যায়। এবার এই তেল চুলের গোড়ায় ভালো করে মালিশ করে এই অবস্থাতেই ঘুমিয়ে পড়ুন। পরের দিন সকালে উঠে ভালো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এইভাবে বেশ কয়েকদিন ব্যবহার করলেই ফল পাবেন। তবে এই পদ্ধতিটি যে শুধু চুল পেকে গেলে তবেই লাগাতে পারবেন এমনটা নয়। কালো চুলেও এই তেলটি সমানভাবে উপকার দেয়। 

লিভার বা যকৃতের সমস্যা থেকে পাকা চুলের সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারে পরিবর্তন, মদ্যপান ত্যাগ করা, পরিমিত ঘুম, পর্যাপ্ত ব্যায়াম প্রভৃতিতে প্রবর্তন আনলেও পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই যদি মনে করেন লিভারের সমস্যার কারণে চুল পাকছে তাহলে ভালো চিকিৎসকের পরামর্শ নিন।   

এটা শেয়ার করতে পারো

...

Loading...