শুক্রবার আইপিএল ২০১৮-র ৪৩তম ম্যাচে মুখোমুখি রাজস্থান ও চেন্নাই। খেলা হবে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে। হায়দ্রাবাদের পর আজকের ম্যাচে জয় পেলে কার্যত প্লেঅফলের জন্য কোয়ালিফাই করে যাবে চেন্নাই। অন্যদিকে অজিঙ্কা রাহানের রাজস্থান এখনও প্রথম চারে টিকে থাকার লড়াই করে চলেছে। তবে আগের ম্যাচে পাঞ্জাব কে হারানোর পর একটু বার্তি মনবল নিয়েই মাঠে নামবে রাজস্থান। অন্যদিকে ধারাবাহিক ভাবে ভাল খেলে যাওয়া ধোনি বাহিনী চাইবে লিগ টেবিলে প্রথম ও দ্বিতীয় স্থান দখলের দৌড়ে টিকে থাকার তাই আজকের ম্যাচে জয় পাওয়া অত্যন্ত জরুরী চেন্নাইয়ের। একদিকে জোস বাটর্লার-র ব্যটিং তো অন্যদিকে ধোনির পুরনো ফর্মে ফিরে আসা এই অবস্থায় আজকের ম্যাচে অনেকটাই এগিয়ে চেন্নাই। অম্বাতি রায়ডু আর শেন ওয়াটসনের পাওয়ার প্লে পারফরম্যান্স সব ম্যাচে অনেকটাই এগিয়ে রেখেছে চেন্নাইকে তাই রাজস্থানের পাওয়ার প্লে এক্সপার্ট বোলার জোফরে আর্চারের আজকের ম্যাচে ভূমিকা অনেকটাই। তাই আজকের ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী ম্যাচ জেতার হার ৬০ শতাংশ চেন্নাইয়ের দিকে ঝুঁকে আর বাকি ৪০ শতাংশ ঝুঁকে রাজস্থানের দিকে।