হোলি ঘিরে টেলিভিশনে লেগেছে উৎসবের দোলা। বাদ পড়ছে না কোনও ধারাবাহিকই। একইভাবে 'মুখোশের আড়ালে' ধারাবাহিকেও লেগেছে রঙের ছোঁয়া । কিন্তু ঢং এক্কেবারে আলাদা। কীরকম আলাদা?
টিংকুর স্কুলে বসন্ত উৎসব। টিংকুর বায়না সে স্কুলে যাবেই যাবে। বায়না মেটানোর জন্য তো আছেই ঝিনুক। ঝিনুক আর প্রীতি মাইল টিংকুকে নিযে যায় স্কুলে। ওদিকে অর্ক সাফ জানিয়ে দিয়েছে হোলির দিনে কেউ যেন টিংকুর স্কুলে না যায় কিংবা বাড়ির বাইরে না যায়। কেন এমন নির্দেশ জারি করল অর্ক? তা হলে কি কোনও বিপদ অপেক্ষা করে আছে সকলের জন্য? কি সেই বিপদ? তা কি সকলের জন্য? নাকি আছড়ে পড়বে শুধুই ঝিনুকের উপর?
জানতে হলে সোম থেকে শনি রাত সাড়ে ৮ টায় দেখুন 'মুখোশের আড়ালে' কালার্স বাংলায়।