ভূতের গল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা সবসময় চূড়ান্ত পর্যায়ে থাকে। আর সেই অতিপ্রাকৃতিক গল্পের মধ্যে যদি হাস্যরসের মিশেল থাকে, তবে তো আর কথাই নেই। এবার এমনই এক কাহিনি অবলম্বনে হইচই প্লাটফর্মে আসতে চলেছে ওয়েব সিরিজ ‘ভূততেরিকি’। এটি একটি হরর-কমেডি সিরিজ।
বাংলা দর্শক এর আগেও ‘ভূতের ভবিষ্যৎ’, ‘গয়নার বাক্স’ সহ নানা সিনেমায় এই হরর-কমেডি প্রক্ষাপটের স্বাদ গ্রহণ করেছে। এই ধরণের গল্প কৌতুকের মোড়কে বিনোদনের পাশাপাশি অনেক সামাজিক দিক তুলে ধরে দর্শকদের সামনে। এবার সেই ধাঁচই গ্রহণ করা হয়েছে ‘ভূততেরিকি’ সিরিজে।
এই সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন কৌশিক হাফিজি এবং সৃজনশীন পরিচালক হিসেবে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। কৌশিকের এটা প্রথম ওয়েব সিরিজ়। এর আগে ২০২২ সালে তাঁর পরিচালিত ‘নো রিফিউজ়াল’ ছবিটি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। অন্যদিকে অনির্বাণ এর আগে ‘বল্লভপুরের রূপকথা’ পরিচালনা করেছেন। যেখানে এক ভূতুড়ে বাড়ির গল্পতে হাস্যরসের মেলবন্ধন ছিল, যা বাঙালি দর্শক বেশ পছন্দ করেছিল। সে কারণে এই সিনেমার প্রক্ষাপট নিয়েও আশাবাদী নির্মাতাগণ।
‘ভূততেরিকি’ সিনেমাটি কলকাতার একটি ঐতিহাসিক বাড়িতে থাকা তিনজন ভূতের গল্প। তিনজনই মহিলা, কিন্তু তারা বিভিন্ন সময়ের বাসিন্দা। তাদের গল্প খুঁজতে সেই বাড়িতে পৌঁছায় একটি শুটিং ইউনিট। তারপর কী হয়? সেই নিয়েই রহস্য ঘনিয়েছে সিনেমা জুড়ে। সিরিজ়ে তিন ভূত— ভানু, সুকুমারী এবং রাজ়িয়া। তিন চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে আভেরী সিংহ রায়, ঐশ্বর্যা সেন এবং দীপান্বিতা সরকার। এছাড়াও সিরিজের অন্যতম মূখ্য চরিত্রে অভিনয় করছেন দেবরাজ ভট্টাচার্য, শৌনক কুন্ডু প্রমুখ।
১৪ নভেম্বর থেকে ধান্যকুড়িয়া-তে এই সিরিজের শুটিং শুরু হয়েছে। যদিও এই সিরিজ মুক্তির চূড়ান্ত দিন ঠিক হয়নি। ভয়ের পরিবেশে কমেডির রাংতা দর্শকের কতটা মনরঞ্জন করবে, এখন সেটাই দেখার।