এবার চিনে সংক্রামিত হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের খোঁজ মিলল ভারতে। বেঙ্গালুরুতে আট মাসের এক শিশুর দেহে এই ভাইরাস সংক্রমণের হদিস মিলেছে। সংক্রমণের কথা নিশ্চিত করেছে কর্নাটক রাজ্যের স্বাস্থ্য দফতর।
হাইলাইটসঃ
১। এইচএমপিভি ভাইরাসের খোঁজ মিলল ভারতে
২। বেঙ্গালুরুতে এক শিশুর দেহে এই ভাইরাসের হদিস মিলেছে
৩। চিন এই ভাইরাসকে ‘শীতকালীন সংক্রমণ’ বলে জানিয়েছে
২০২০ সালে করোনা মহামারির কবলে পড়েছিল গোটা বিশ্ব। এই ভাইরাস আক্রমণে সাধারণ মানুষের জীবন তথা জীবিকা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেই কারণেই এইচএমপিভি ভাইরাসকে খুব গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে স্বাস্থ্য দফতর।
জানা গিয়েছে, এলাকার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ওই শিশু। সেই সময়ই নমুনা পরীক্ষা করার সময় তার দেহে এইচএমপিভি ভাইরাসের হদিস পাওয়া যায়। যদিও এখনও অবধি সরকারি ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করা হয়নি, তবে স্বাস্থ্য দফতর জানিয়েছে, বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ নেই।
কিন্তু শিশুর দেহে পাওয়া ভাইরাস চিনে সংক্রামিত ভাইরাসের একই প্রজাতি কিনা, এই নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চিনের ভাইরাস নিয়ে এখনও কোনও সম্পূর্ণ তথ্য তাদের কাছে নেই, সেই কারণে এখনও নিশ্চিত ভাবে ভাইরাস প্রজাতির চিহ্নিতকরণ করা সম্ভব হচ্ছেনা।
এইচএমপি ভাইরাসের সংক্রমণকে চিনে ‘শীতকালীন সংক্রমণ’ বলে ব্যাখ্যা করা হলেও এই নিয়ে ভারত সহ বিশ্বের অন্যান্য দেখে উদ্বেগ বেড়ে চলেছে। যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই ভাইরাসের মোকাবিলা করার সম্পূর্ণ ব্যবস্থা এই দেশে মজুত রয়েছে, তবুও এই ভাইরাস নিয়ে ইতিমধ্যে কেরল সরকার সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে।