অ্যাডলফ হিটলারের ব্যবহার করা সামগ্রী আনা হল নিলামের মঞ্চে। সম্প্রতি জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হল নিলাম। প্রায় ৮০০-র বেশি সামগ্রী নিলাম করা হয়েছে।
প্রকাশ্যে হিটলারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে আনার বিষয়টি প্রকাশ্যে সমালোচনা জানিয়েছে বিভিন্ন সংগঠন। সংস্থায় প্রতিবাদপত্র পাঠিয়েছে তারা। এমনকি ইমেলেও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে।
‘হ্যারমান হিস্টোরিকা’ নামে একটি সংস্থা পুরো বিষয়টির দায়িত্বে ছিল। সংস্থার পক্ষ থেকে বার্নহার্ড পাচার বলেন, নাৎসি জমানার এমন বিপুল পরিমান সামগ্রী অতীতে কোনওদিন নিলামে আনা হয়নি। সন্ধ্যা সাড়ে ছয়টায় এই নিলাম শেষ হওয়ার কথা থাকলেও ক্রেতাদের আগ্রহে তা শেষ হয় মধ্যরাতে।
বহু ক্রেতা অনলাইনের মাধ্যমেও নিলামে অংশ নিয়েছিলেন।
হিটলারের ফোল্ডিং সিলিন্ডার টুপি, আত্মজীবনী মেই ক্যাম্ফের কপি, সিগারেট কেস, লবণদানি, প্রেমিকা ইভা ব্রাউনের ককটেল ড্রেস নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল চরমে।
হিটলারের টুপি ৫০ হাজার ইউরোতে, ইভা ব্রাউনের ইভনিং গাউন ৪ হাজার ৬০০ ইউরো দাম পায়।
২০১৬ সালে এই সংস্থা হিটলারের পোশাক নিলাম করেছিল।
সংস্থা জানিয়েছে, বেশির ভাগ ক্রেতাই বিভিন্ন সংগ্রহশালার সঙ্গে যুক্ত। ইতিহাস নিয়ে বই লিখছেন বা স্বাধীন গবেষণা চালাচ্ছেন এমন মানুষরাও নিলামে অংশ নিয়েছেন ক্রেতা হিসেবে।