৮ মে: এক নজরে তারিখের ইতিহাস

আজ ৮ মে ২০১৯, বুধবার। ২৪ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৫১৩ - জুয়ান দ্য লেওন ফ্লোরিডা আবিষ্কার করেন।

১৭৫৯ - ব্রিটিশ বাহিনী মাদ্রাজ দখল করে।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহের অগ্রণী সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়।

১৯০২ - কলকাতায় মূক ও বধির বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৯১৩ - চীনে প্রথম পার্লামেন্ট চালু হয়।

১৯৫০ - ভারত ও পাকিস্তান লিয়াকত-নেহরু চুক্তি স্বাক্ষর করে।

১৯৫৯ - পৃথিবী থেকে পাঠানো রেডার সিগনাল সূর্যের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে।

১৯৭১ - ভারতের ত্রিপুরায় বাংলাদেশী শরণার্থীদের জন্য ৯ টি শরণার্থী শিবির খোলা হয়।

২০০২ - বাহাত্তর এর পর ফের ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হয়।

 

জন্ম:

১৬০৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ।

১৮৫৯ - অস্ট্রীয় গণিতবিদ ও দার্শনিক এডমন্ড হুসার্ল ।

১৯১১ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ মেলভিন কেলভিন।

১৯২৯ - বেলজিয়ান গায়ক, গীতিকার ও অভিনেতা জ্যাকুয়েস বরেল।

১৯৬৩ - প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার অ্যালেক জেমস স্টুয়ার্ট।

১৯৬৩ - ইংরেজ গায়ক, গীতিকার, অভিনেতা ও ফটোগ্রাফার জুলিয়ান লেনন।

১৯৬৬ - আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক রবিন রাইট।

১৯৮৩ - ভারতীয় তামিল অভিনেতা ও গায়ক আল্লু অর্জুন।

 

মৃত্যু:

০২১৭ - রোমান সম্রাট কারাকালা।

১৮৬১ - নিরাপদ লিফ্‌টের মার্কিন উদ্ভাবক এলিশা গ্রেভ্‌স্ ওটিস।

১৮৯৪ - উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১৯৩১ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ কবি এরিক আক্সেল কারলফেল্ডট।

১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান চিকিৎসক রবার্ট বারানি।

১৯৫০ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী হেমচন্দ্র কানুনগো।

১৯৭৩ - স্পেনীয় চিত্রশিল্পী ও ভাস্কর পাবলো পিকাসো।

১৯৭৬ - খ্যাতনামা ফুটবলার গোষ্ঠ পাল।

 

 

 

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...