আজ ৮ জুন ২০১৯, শনিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি 'সুতানুটি'র বদলে 'ক্যালকাটা' লেখা শুরু করে।
১৮৩০ - জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিস্কার করেন।
১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।
১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।
১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে রাখা হয় থাইল্যান্ড।
১৯৬৮ - বারমুডার সংবিধান গৃহীত।
১৯৭০ - আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
জন্ম
১৯১৬ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।
১৯৫৫ - টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (www) জনক।
মৃত্যু
১৮৪৫ - এন্ড্রু জ্যাক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।
১৯৭০ - আব্রাহাম মাসলো, আমেরিকান মনোবিজ্ঞানী।
১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
দিবস:
আজ আন্তর্জাতিক মহাসাগর দিবস।