আজ ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার। ১৯ ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পারিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ - বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮ - হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৯৬৫ - প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
জন্ম:
১৮৯২ - এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।
১৯১৩ – লিওনি দাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার।
১৯৯৬ - বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত্যু:
১৯০৭ - সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক।
১৯৯০ - লেন হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৯৮ - আকিরা কুরোসাওয়া, জাপানী চলচ্চিত্র পরিচালক।
দিবস:
ডায়াবেটিক সেবা দিবস আজ।