৬ মে: এক নজরে তারিখের ইতিহাস

আজ ৬ মে ২০১৯, সোমবার। ২২ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৫৪২ - প্রথম খ্রিস্টান মিশনারি ফ্রান্সিস খ্যাভিয়ের গোয়ায় আসেন।

১৭৩৩ - প্রথম আর্ন্তজাতিক বক্সিং ম্যাচে বব হুইটেকার টিটু ডি কার্নিকে হারায়।

১৭৫৭ - দীর্ঘ ৭ বছর প্রাগযুদ্ধ শেষে অস্ট্রীয়রা জয় লাভ করে।

১৭৬৩ - আমেরিকান আদিবাসী নেতা পন্টিয়াক নিউ ইয়র্কে ব্রিটিশদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন।

১৭৭৫ - ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দকুমার গ্রেফতার হন।

১৮৩৫ - জেমস গর্ডন ব্যানাট বিখ্যাত 'নিউইয়র্ক হেরাল্ড' পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।

১৮৪০ - ইংল্যান্ডে প্রথম ডাকটিকিট চালু হয়।

১৮৫৭ - মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে চিহ্নিত করা হয়।

১৮৮৯ - সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করে দেওয়া হয়।

১৯৩৯ - জার্মানী ও ইতালী সামরিক ও রাজনৈতিক মৈত্রী ঘোষণা করে, যা 'বার্লিন-রোম' অক্ষ নামে পরিচিত।

১৯৪০ - উইন্সটন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

১৯৯১ - পিকাসোর আঁকা তিন কোটি ডলারের চারটি ছবি চেকোস্লোভিয়ার প্রাগ ন্যাশনাল গ্যালারি থেকে চুরি হয়ে যায়।

১৯৯৪ - চীন-জাপান পারমাণবিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০২ - দীর্ঘ ১৯ মাস গৃহবন্দী থাকার পর মায়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি মুক্তি পান।

 

জন্ম:

১৭৫৮ - ফরাসি আইনজীবী ও রাজনীতিবিদ ম্যাক্সিমিলিয়েন দ্য রোবসপিয়ের।

১৮৫৬ - সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ নিউরোলজিস্ট ও মনোবিশ্লেষক।

১৮৬১ - মতিলাল নেহরু, বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা।

১৮৬৮ - গ্যাস্টোন লেরোউক্স, ফরাসি সাংবাদিক ও লেখক।

১৮৭২ - উইলেম ডে সিটার, তিনি ছিলেন ডাচ গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানী।

১৯০৪ - হ্যারি মারটিনসোন,  নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক ও কবি।

১৯১৫ - জর্জ অরসন ওয়েলস, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬১ - জর্জ ক্লুনি, আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৮১ - ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুক্লা।

১৯৮৩ - দানিয়েল আলভেস দা সিলভা, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭ - ডরিয়েস মেরটেন্স, বেলজিয়াম ফুটবলার।

 

 

মৃত্যু:

১৫৮৯ - তান সেন, সঙ্গীতজ্ঞ।

১৮৫৯ - আলেকজান্ডার ফন হুমবোল্‌ড্‌ট্, জার্মান ভূগোলবিদ ও এক্সপ্লোরার।

১৯১৯ -  এল. ফ্রাঙ্ক বাউম, আমেরিকান সাংবাদিক ও লেখক।

১৯৩০ - রজতকুমার সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম শহীদ বিপ্লবী।

১৯৫১ -  এলি কারতঁ, তিনি ছিলেন ফরাসি ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৯৫২ - মারিয়া ত্যাকলা আর্তেমেজ্যিয়া মন্টেসরি, ইতালীয় ডাচ চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৯৬৩ - থিওডোর ভন কারম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ, পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী।

১৮৭৭ - জোহান লুডভিগ রুনেবেরগ, সুইডিশ বংশোদ্ভূত ফিনিশ কবি ও স্তবগান লেখক।

১৯৪৯ - মরিস মাটেরলিঙ্ক, নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান বংশোদ্ভূত ফরাসি কবি ও নাট্যকার।

২০১৫ - নভেরা আহমেদ, বাংলাদেশী ভাস্কর।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...