৬ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

 

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

 

 

৬ এপ্রিল, ২০১৯, শনিবার। ২৩ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৯৬ তম (অধিবর্ষে ৯৭ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

১৭১২- নিউইয়র্কে শ্বেতাঙ্গ মালিকদের বিরুদ্ধে নিগ্রো ক্রীতদাসদের বিদ্রোহ।

১৭৯৩ - ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের রাষ্ট্র পরিচালনার জন্য কমিটি অব পাবলিক সেফটি গঠন।

১৮৯৬ - এথেন্সে আধুনিক অলিম্পিকের যাত্রা।

১৯১৭ - প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।

১৯৩০ - ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতকে মুক্ত করতে মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহ অহিংস আন্দোলনের সমাপ্তি।

১৯৯২ - মুসলিম রাষ্ট্র বসনিয়ার স্বাধীনতা লাভ।

 

জন্ম

১৪৮৩ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।

১৯২৮ - জেমস ওয়াটসন, মার্কিন আণবিক জীববিজ্ঞানী।

১৮৪৯ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ আমীর আলী।

১৯৩১ - সুচিত্রা সেন, বিখ্যাত অভিনেত্রী।

 

মৃত্যু

১৫২০ - রাফায়েল, চিত্রশিল্পের রেনেসাঁস যুগের অন্যতম প্রধান শিল্পী।

১৮৯২ - নিলস হেনরিক আবেল, নরওয়েজীয় গণিতবিদ।

১৯৬৭- কবিয়াল রমেশ চন্দ্র শীল।

১৯৭৩ - মার্কিন ঔপন্যাসিক পার্ল এস বাক।

 

দিবস

আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...