আজ ২৯ মে ২০১৯, বুধবার। ১৪ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৪৫৩ - ওসমানীয় সাম্রাজ্যের সুলতান মোহাম্মদ ফতেহ পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী হিসাবে পরিচিত কন্সটান্টিনোপল বন্দর জয় করেন।
১৮৭৪ - সুইজারল্যান্ডে সংবিধান কার্যকর হয়।
১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বেনোভিচ সস্ত্রীক নিরাপত্তা রক্ষীদের হাতে নিহত।
১৯৩৪ - তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়।
১৯৩৫ - হেগ জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৫৩ - তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু'জনের মধ্যে তেনজিং নোরগে সর্বপ্রথম শৃঙ্গে উঠেছিলেন।
১৯৫৯ - 'শার্ল দ্য গল' ফ্রান্সে জাতীয় নিরাপত্তামূলক সরকার গঠন করেন।
১৯৬৩ - ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬৮ - ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপিয়ান কাপ জয় করে।
১৯৯০ - বরিস ইয়েলৎসিন রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯০ - কর্ণফুলি সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৯১ - ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
১৯৯৩ - চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিং-এ সমাপ্ত হয়।
জন্ম
১৬৩০ - রাজা দ্বিতীয় চার্লস।
১৮৬৩ - আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।
১৮৬৫ - শিক্ষাবিদ ও সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়।
১৮৬৮ - দ্বিতীয় আবদুল মজিদ, সর্বশেষ উসমানীয় খলিফা।
১৯০৮ - লেখক-ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়।
১৯১৭ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
১৯২৯ - দ্বিজেন শর্মা, বাংলাদেশী প্রকৃতিবিদ।
মৃত্যু
১২৫৯ - ডেনমার্কের রাজা দ্বিতীয় ক্রিস্টোফার।
১৯৭৭ - সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বাঙালি, ভাষাতাত্ত্বিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
দিবস
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস