২৮ মার্চ: এক নজরে তারিখের ইতিহাস

আজ ২৮ মার্চ ২০১৯, বুধবার। ১৪ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৭ তম (অধিবর্ষে ৮৮ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

 

ঘটনাবলী:

১৯৪১ সালে, এইদিনে নেতাজী সুভাসচন্দ্র বসু কলকাতা থেকে গোপনে বার্লিন পৌঁছান।

১৯৪২ সালে, এইদিনে রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন।

 

জন্ম:

১৮৬৮ সালে, এইদিনে জন্ম গ্রহণ করেছিলেন রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কি।

১৯৬৮ সালে, এইদিনে জন্ম গ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার নাসের হুসেন।

১৯৭৫ সালে, এইদিনে জন্ম গ্রহণ করেন অভিনেতা অক্ষয় খান্না।

১৯৮১ সালে, এইদিনে জন্ম গ্রহণ করেন ইতালিয়ান ফুটবল তারকা আন্তোনিও রিয়ার।

 

মৃত্যু:

১৯৪১ সালে, এইদিনে মারা যান লেখক ও সমালোচক ভার্জিনিয়া উলফ।

১৯৮৫ সালে, এইদিনে মারা যান রুশ চিত্রশিল্পী মার্ক শাগাল।

১৯৮৭ সালে, এইদিনে মৃত্যুবরণ করেন অস্ট্রিয়ান আমেরিকান গায়ক মারিয়া ভন ট্র্যাপ।

২০১২ সালে, এইদিনে মারা যান মার্কিন লেখক ও অভিনেতা হ্যারি ক্রুজ।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...