ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।
আজ ২৬ এপ্রিল ২০১৯, শুক্রবার। ১২ বৈশাখ ১৪২৫। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৯৩৩ - সালের এই দিনে নাৎসিদের কুখ্যাত ‘গোপন রাষ্ট্রীয় পুলিশ’ বা গেস্টাপো বাহিনী গঠন করা হয়।
১৯৩৭ - স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গোয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।
১৯৩৯ - ফ্রাঙ্কোর বিমান হামলায় গোয়ের্নিকা শহর ধ্বংস : পিকাসো ক্ষুব্ধ : ‘গোয়ের্নিকা’ ছবির জন্ম।
১৯৬২ - ইঙ্গ-আমেরিকান প্রথম উপগ্রহ 'এরিয়েল' উৎক্ষেপিত।
১৯৬৩ - লিবিয়ার সংবিধানে গৃহীত হয় নারীদের ভোটাধিকার।
১৯৯১ - মাদকাশক্তির দায়ে বিশ্বনন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।
১৯৯৪ - তিন শতকের বর্ণ বৈষম্য ভেঙ্গে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।
জন্ম
১৫৬৪ - লেখক, নাট্যকার শেক্সপিয়র।
১৭১১ - দার্শনিক ডেভিড হিউম।
১৮৮৫ - সঙ্গীতজ্ঞ আয়াত আলী খান।
১৮৯৪ - লেখক কাজী আবদুল ওদুদ।
১৮৯৮ - নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিসেন্তে আলেইসান্দ্রে।
মৃত্যু
১২১১ - ইরাকের বিখ্যাত কবি কাজেম তামিমি বাগদাদি।
১৯২০ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।
১৯৫১ - নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসু।