২৫ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

 

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ২৫ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার ১১ বৈশাখ ১৪২৫। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনা

১৭৯২ - প্যারিতে সর্বপ্রথম গিলোটিন স্থাপিত হয়।

১৮৫৯ - ঐতিহাসিক সুয়েজ খাল খনন শুরু হয়।

১৯০১ - যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে নিউইয়র্কে আটোমোবাইল প্লেট চালু হয়।

১৯৬৬ - ভয়াবহ ভূমিকম্পে তাসখন্দ শহর বিধ্বস্ত হয়।

১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন হয়।

 

জন্ম

১৫৯৯ - ইংরেজ রাষ্ট্রনায়ক, সৈনিক, ও বিপ্লবী অলিভার ক্রমওয়েল।

১৮৭৪ - বেতার টেলিগ্রাফের আবিষ্কারক গুগলিয়েলমো মাকর্নি।

১৯০০ - উলফগ্যাং পলি, অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী।

১৯২১ - ডাচ চিত্রকর ক্যারল অ্যাপল।

১৯২৮ - আমেরিকান চিত্রশিল্পী ও ভাস্কর সাই টম্বলি।

১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

 

মৃত্যু

১৭৭৪ - সেন্টিগ্রেড থার্মোমিটারের সুইডিস আবিস্কারক সেলসিয়াসের মৃত্যু।

 

দিবস

বিশ্ব ম্যালেরিয়া দিবস

এটা শেয়ার করতে পারো

...

Loading...