২৪ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ২৪ এপ্রিল ২০১৯, বুধবার। ১০ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়।

১২৭১ - ভেনিসীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তাঁর ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন।

১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে।

১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবীতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে।

১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু।

১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়।

১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

২০১৩ - সাভারে রানা প্লাজায় ধ্বস।

 

জন্ম

১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার।

 

মৃত্যু

১৯৭২ - যামিনী রায়,চিত্রশিল্পী।

২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...