২৩ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ২৩ এপ্রিল ২০১৯, মঙ্গলবার। ৯ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি

১৬৬১ - ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে ২য় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

১৮২৬ - তুর্কিরা সিসোলাস্টি দখল করে নেয়।

১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।

১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯৬৮ - নিউ ইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেয় এবং  বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেয়।

 

জন্ম

১৭৯১ - জেমস বিউকানান, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি।

১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, অন্যতম সেরা জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৫৮ - অভিনেতা লী মেজরস।

 

মৃত্যু

১৬১৬ - কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার।

১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।

১৮৫০ - কবি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ।

১৯৯২ - সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...