২২ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথামাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ২২ এপ্রিল ২০১৯, সোমবার। ৮ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন।

১৬৬২ - লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়।

১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।

১৮৯০ - কিউবার জনগণ সে দেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে।

১৯১৫ - প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে।

১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ।

১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন 'ধরিত্রী দিবস' এর প্রচলন করেন।

১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরলান্ডোতে 'ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড' উদ্বোধন করা হয়।

 

জন্ম:

১৫৯২ - উইলহেল্ম শিকার্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ।

১৭০৭ - হেনরি ফিন্ডিং, ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার।

১৭২৪ - ইমানুয়েল কান্ট, জার্মান নৃতত্ত্ববিদ, দার্শনিক ও শিক্ষাবিদ।

১৭৬৬ - গেরমাইনে ডি স্টায়েল, ফরাসি দার্শনিক ও লেখক।

১৮৭০ - জন্ম গ্রহণ করেছিলে ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি ছিলেন রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।

১৯০৪ - রবার্ট ওপেনহেইমার, তিনি ছিলেন মার্কিন পদার্থবিদ।

১৯১৬ - কানন দেবী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা।

১৯৩৭ - জ্যাক নিকলসন, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক।

১৯৪৫ - গোপালকৃষ্ণ গান্ধী, ভারতীয় বুদ্ধিজীবী ও পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল।

১৯৭৪ - চেতন ভগত, জনপ্রিয় ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার।

১৯৮২ - কাকা, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭ - ডেভিড লুইজ, ব্রাজিলিয়ান ফুটবলার।

১৯৮৭ - জন অবি মিকেল, নাইজেরিয়ান ফুটবলার।

১৯৮৯ - জ্যাসপার কিলেসেন, ডাচ ফুটবলার।

 

 

মৃত্যু:

৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)।

১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা, স্প্যানিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।

১৮৯২ - এডউয়ারড লালো, ফরাসি বেহালাবাদক ও সুরকার।

১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী হরিগোপাল বল।

১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী মধুসূদন দত্ত।

১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী পুলিনচন্দ্র ঘোষ।

১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী নির্মল লালা।

১৯৩০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ত্রিপুরা সেনগুপ্ত।

১৯৩৩ - হেনরি রয়েস,  মোটর গাড়ির নকশাকার।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...