২১ জুন: এক নজরে তারিখের ইতিহাস

আজ ২১ জুন ২০১৯, শুক্রবার। ৬ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

 

ঘটনাবলি

১৭৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়।

১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ।

১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ।

১৯৩৫ - প্যারিতে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সঙ্গীত দিবসের প্রস্তাব রাখেন।

১৯৭৭ - পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত।

১৯৯৪ - পশ্চিমি দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়।

 

জন্ম

১৮৫৬ - ফ্রিড্‌রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯০৫ - জঁ-পল সার্ত্র্‌, ফরাসি অস্তিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক।

১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন।

 

মৃত্যু

১০৩৭ - কিংবদন্তীতুল্য দার্শনিক, চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে সিনা।

১৮৫২ - কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থার প্রবর্তক ফ্রিডরিখ ফ্রোয়েবল।

১৯৭০ - ইন্দোনেশিয়ার স্বাধীনতার স্থপতি ডক্টর আহমদ সুকর্ণ।

১৯৯১ - কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 'ভালো আছি ভালো থেকো' এই জনপ্রিয় বাংলা গানটির রচয়িতা তিনি।

 

দিবস

আজ বিশ্ব সঙ্গীত দিবস। ১৯৮৫ সালের এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা শুরু হয়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...