২০ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।

আজ ২০ এপ্রিল ২০১৯, শনিবার। ৬ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৫২৬ - পানিপথের যুদ্ধে মোগলরা আফগানদের পরাজিত করে।

১৭৭০ - আজকের এই দিনে ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া আবিস্কার করেন।

১৮৮৯ - ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তিতে স্মারকস্তম্ভ ৯৮৫ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়।

১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ব্রিগেডের ফ্রান্সে পদার্পণ।

১৯৪৫ - ব্রিটিশ সেনাবাহিনীর বার্লিনে প্রবেশ।

১৯৫৯ - নদার্ন রোডেশিয়ায় নির্বাচনে ইউনাইটেড ফেডারেল পার্টির জয়।

১৯৬৪ - লাওসে সামরিক অভ্যুত্থান ব্যর্থ।

১৯৭২ - যুক্তরাষ্ট্রের এ্যাপোলো-১৬’র নভোচারীরা নিরাপদে চাঁদে অবতরণে সফল।

১৯৭৬ - জেরুজালেমে ইসরাইল বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৯৮৬ - শ্রীলংকায় একটি বিশাল সেচ মজুদাগারে ফাটল ধরে বিরাট এলাকা জুড়ে প্লাবন । দুশতাধিক প্রাণহানি। ২০ হাজার পরিবার গৃহহীন।

২০১৩ - চীনের সিচুয়ান প্রদেশে ৬.৬ মাত্রার ভূমিকম্পে ১৫০ জনেরও বেশি নিহত হয়।

 

জন্ম:

১৪৯২ - পিয়েট্রো আরেটিনো, তিনি ছিলেন ইতালীয় লেখক, নাট্যকার ও কবি।

১৮৮৯ - জার্মান রাজনীতিবিদ ও চ্যান্সেলর আডলফ হিটলার।

১৮৯৩ - স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর জোয়ান মিরো।

১৯১৮ - শওকত আলী, তিনি ছিলেন রাজনীতিবিদ ও বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।

১৯৪৯ - জেসিকা ফিলিস ল্যাং, আমেরিকান অভিনেত্রী।

১৯৬৪ - অ্যান্ডি সেরকিস, ইংরেজ অভিনেতা ও পরিচালক।

১৯৭২ - কারমেন ইলেকট্রা, আমেরিকান মডেল ও অভিনেত্রী।

১৯৭২ - যেলজক জক্সিমভিক, সার্বীয় গায়ক, গীতিকার ও প্রযোজক।

 

 

মৃত্যু:

১৯১২ - আব্রাহাম ব্রাম স্টোকার, তিনি ছিলেন আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক ও ড্রাকুলার স্রষ্টা।

১৯৫২ - সুধীরলাল চক্রবর্তী, বাংলা ভাষার সুরকার, সঙ্গীতজ্ঞ ও সুগায়ক।

১৯৬০ - পান্নালাল ঘোষ, বিখ্যাত বাঙালী বংশীবাদক।

১৯৯১ - ডোনাল্ড সিজেল, আমেরিকান পরিচালক ও প্রযোজক।

১৯৯২ - বেনি হিল, ইংরেজ কৌতুকাভিনেতা, অভিনেতা ও চিত্রনাট্যকার।

২০১১ - জেরার্ড স্মিথ, আমেরিকান গিটারিস্ট।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...