১৯ জুন: এক নজরে তারিখের ইতিহাস

আজ ১৯ জুন ২০১৯, বুধবার। ৪ঠা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

 

১৪৬৪ - ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

 

১৬২১ - তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয় গ্রীস।

 

১৮৬১ - অ্যানহেইম পোস্ট অফিস প্রতিষ্ঠিত হয়।

 

১৮৬২ - যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

 

১৮৬৭ - অস্ট্রিয়ার যুবরাজ ম্যাক্সিমিলানকে ফাঁসি দেওয়া হয়।

 

১৯১১ - পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

 

১৯২১ - ব্রিটেনে আদশুমারি হয়।

 

১৯৪৩ - টেক্সাসে জাতিগত দাঙ্গা হয়।

 

১৯৪৪ - ফিলিপিন সাগরে যুদ্ধ শুরু হয়।

 

১৯৫১ - নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান বা 'ন্যাটো' নামক সামরিক জোট গঠন করা হয়।

 

১৯৫৩ - গুপ্তচর বৃত্তির অভিযোগে আমেরিকার বিপ্লবী দম্পতি জুলিয়াস রোজেনবার্গ ও এথেল রোজেনবার্গের মৃত্যুদণ্ড।

 

১৯৬১ - কুয়েত স্বাধীনতা লাভ করে।

 

১৯৬৮ - পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু।

 

 

জন্ম:

 

১৯০৭ - শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তের জন্ম।

 

মৃত্যু:

 

১৯০২ - ইংরেজ ইতিহাসবিদ জন ডালবার্গের মৃত্যু।

 

১৯১৯ - কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু।

 

১৯৮২ - ভারতের স্বাধীনতা সংগ্রামী নলিনী দাসের মৃত্যু।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...