১৮ মে: এক নজরে তারিখের ইতিহাস

আজ ১৮মে ২০১৯, শনিবার। ০৩ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

ঘটনাবলি:

১৭৯৮ - লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।

১৮৬০ - আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৪৩ - জাতিসংঘ ত্রাণ ও পুনর্বাসন এজেন্সি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৫ - ইউরোপে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৫১ - জাতিসংঘের সদর দফতর নিউইয়র্কে স্থানান্তর করা হয়।

১৯৭৪ - ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থানের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা করে।

১৯৭৬ - ভারত প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়।

 

জন্ম:

১০৪৮ - ওমর খৈয়াম, ফার্সি গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী ও কবি।

১৮৫০ - অলিভার হেয়াভিসিডে, ইংরেজ প্রকৌশলী, গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।

১৮৭২ - বারট্রান্ড রাসেল, নোবেল বিজয়ী ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও সাহিত্যিক।

১৮৭৬ - হারমান মুলার, জার্মান সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১২ তম চ্যান্সেলর।

১৮৯৭ - ফ্রাঙ্ক রাসেল ক্যাপ্রা, ইতালিয়ান-আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯০৫ - হেডলি ভেরিটি, ইংরেজ ক্রিকেটার।

১৯১৩ - চার্লস ট্রেনেট, ফরাসি গায়ক ও গীতিকার।

১৯৩৩ - এইচ. ডি. দেব গৌড়া, ভারতীয় কৃষিজীবি রাজনীতিবিদ ও ১১ তম প্রধানমন্ত্রী।

১৯৪৪ - ডব্লিউ. জি. সেবাল্ড, জার্মান লেখক ও শিক্ষাবিদ।

১৯৭৫ - জ্যাক জনসন, আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।১৯৭৮ - রিকার্ডো কারভালহো, পর্তুগিজ ফুটবলার।

১৯৮৬ - কেভিন অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার টেনিস খেলোয়াড়।

১৯৯০ - ইয়ুয়া অসাকো, জাপানি ফুটবলার।

 

মৃত্যু:

১৭৯৯ - পিয়েরে বেয়াউমারচাইস, ফরাসি নাট্যকার ও প্রকাশক।

১৮৮৬ - অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার।

১৯০৯ - ইসহাক আলবেনিজ, স্প্যানিশ পিয়ানোবাদক ও সুরকার।

১৯২২ - শার্ল লুই আফন্সে লাভেরান, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি চিকিৎসক।

১৯৩৪ - চারণ কবি মুকুন্দ দাস, স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করেন।

১৯৪৩ - নীলরতন সরকার, একজন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ।

১৯৮১ - উইলিয়াম সারোয়ান, আমেরিকান লেখক ও নাট্যকার।

২০০৯ - ভেলুপিল্লাই প্রভাকরণ, শ্রীলংকার বিদ্রোহী নেতা ও তামিল ইলম লিবারেশন টাইগার্সের প্রতিষ্ঠাতা।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...