১৬ এপ্রিল: এক নজরে তারিখের ইতিহাস

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন তারিখের ইতিহাস

আজ ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

 

কী কী ঘটেছিল-

- ১৮৫৩ সালে বোম্বাইয়ে(অধুনা মুম্বই) প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।

- ১৯১২ সালে হ্যারিয়েট কুইয়েম্বি, প্রথম মহিলা হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।

- ১৯১৬ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

- ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন এবং লেনিন খ্যাত ‘এপ্রিল থিসিস’ প্রকাশ্যে আনেন।

- ১৯১৭ সালে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে।

- ১৯৬১ সালে কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষনা করেন যে, তিনি কিউবায় 'মার্কসবাদ'-'লেনিনবাদ' এবং 'কমিউনিজম' ব্যবস্থার প্রচলণ করতে চলেছেন।

 

যাঁরা জন্মগ্রহণ করেছিলেন-

- ১৬৪৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন জুলিস হার্ডোইন ম্যানসার্ট, তিনি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট স্হপতি।

- ১৮৪৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক কবি।

- ১৮৬৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন উড়োজাহাজ- আবিষ্কারক উইলবার রাইট।

- ১৮৮৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন বিপ্লবী উল্লাস কর দত্ত, যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।

- ১৮৮৯ সালের এইদিনে জন্ম গ্রহণ করেন চলচ্চিত্র অভিনেতা-পরিচালক-চিত্রণাট্যকার চার্লি চ্যাপলিন।

- ১৮৯৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন ত্রিস্তান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক। তিনি এবং তাঁর সমসাময়িক কয়েকজনজন শিল্পী মিলে শুরু করেছিলেন 'ডাডা আন্দোলন'

- ১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লরেন্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

- ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন 'বিশ্বসুন্দরী' শিরোপা প্রাপ্ত মডেল ও অভিনেত্রী লারা দত্ত।

 

যাঁরা মৃত্যুবরণ করেছিলেন-

- ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাদাম তুসো মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।

- ১৮৯৬ সালের এই দিনে মারা যান কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ।

- ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ।

- ১৯৬৬ সালের এই দিনে মারা যান প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...