ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘তারিখের ইতিহাস’।
আজ ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার। ২ বৈশাখ ১৪২৬। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
কী কী ঘটেছিল-
- ১৮৫৩ সালে বোম্বাইয়ে(অধুনা মুম্বই) প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।
- ১৯১২ সালে হ্যারিয়েট কুইয়েম্বি, প্রথম মহিলা হিসাবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
- ১৯১৬ সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯১৭ সালে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন এবং লেনিন খ্যাত ‘এপ্রিল থিসিস’ প্রকাশ্যে আনেন।
- ১৯১৭ সালে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে।
- ১৯৬১ সালে কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষনা করেন যে, তিনি কিউবায় 'মার্কসবাদ'-'লেনিনবাদ' এবং 'কমিউনিজম' ব্যবস্থার প্রচলণ করতে চলেছেন।
যাঁরা জন্মগ্রহণ করেছিলেন-
- ১৬৪৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন জুলিস হার্ডোইন ম্যানসার্ট, তিনি ছিলেন ফ্রান্সের বিশিষ্ট স্হপতি।
- ১৮৪৪ সালে জন্ম গ্রহণ করেছিলেন আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি।
- ১৮৬৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন উড়োজাহাজ- আবিষ্কারক উইলবার রাইট।
- ১৮৮৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন বিপ্লবী উল্লাস কর দত্ত, যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।
- ১৮৮৯ সালের এইদিনে জন্ম গ্রহণ করেন চলচ্চিত্র অভিনেতা-পরিচালক-চিত্রণাট্যকার চার্লি চ্যাপলিন।
- ১৮৯৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন ত্রিস্তান জারা, তিনি ছিলেন রোমানীয় ফরাসি কবি ও সমালোচক। তিনি এবং তাঁর সমসাময়িক কয়েকজনজন শিল্পী মিলে শুরু করেছিলেন 'ডাডা আন্দোলন'।
- ১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেছিলেন মার্টিন লরেন্স, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
- ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেছিলেন 'বিশ্বসুন্দরী' শিরোপা প্রাপ্ত মডেল ও অভিনেত্রী লারা দত্ত।
যাঁরা মৃত্যুবরণ করেছিলেন-
- ১৮৫০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাদাম তুসো মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
- ১৮৯৬ সালের এই দিনে মারা যান কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ।
- ১৯৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ।
- ১৯৬৬ সালের এই দিনে মারা যান প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু।