আজ ১৫মে ২০১৯, বুধবার। ০১ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১০০৪- দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।
১৬২৫- অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি কার্যকর হয়।
১৭৭৬- প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিল।
১৮১৮- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র 'বেঙ্গল গেজেট' প্রকাশিত হয়।
১৯৫৪- আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।
১৯৬০- কঙ্গো স্বাধীন হয়।
জন্ম
১৫৬৫- ক্লডিও মন্টেভার্ডি, ইতালীয় গীতিকার।
১৬০৮- রেনে গোপিল, ফরাসি ক্যাথলিক মিশনারি।
১৭২০- ম্যাক্সিমিলিয়ান হেল, স্লোভাকীয় জ্যোতির্বিজ্ঞানী।
১৭৭৩- রাজপুত্র ক্লেমেন্স ভেনজেল ভন মেটারনিখ, অস্ট্রিয়ান কূটনীতিক।
১৭৮৬- জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস, গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক।
১৮১৭- দেবেন্দ্রনাথ ঠাকুর, ভারতের ধর্মীয় সংস্কারক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মধর্ম প্রচারক ও দার্শনিক। কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্ম তাঁর। তাঁর বাবা- প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মা- দিগম্বরী দেবী। দেবেন্দ্রনাথ বিধবাবিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন। বাল্য ও বহু বিবাহের বিরোধী ছিলেন। শিক্ষাবিস্তারেও তাঁর বিশেষ অবদান ছিল। খ্রিষ্টধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য ১৮৬৭ সালে রাধাকান্ত দেব তাঁকে ‘জাতীয় ধর্মের পরিরক্ষক’ বলেন ও ব্রাহ্ম সমাজ তাঁকে ‘মহর্ষি’ উপাধিতে ভূষিত করে। ১৯০৫ সালের ১৯ জানুয়ারি কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে।
১৮৪৮- ভিক্টর ভাসনেতসভ, রুশ চিত্রশিল্পী।
১৮৫৬- এল ফ্রাঙ্ক বাম, মার্কিন লেখক।
১৮৫৭- উইলিয়ামিনা ফ্লেমিং, স্কটল্যান্ডীয় জ্যোতির্বিজ্ঞানী।
১৮৬২- আর্থার শ্নিজলার, অস্ট্রীয় নাট্যকার।
১৮৯০- ক্যাথেরিন অ্যান পোর্টার, মার্কিন লেখক।
১৮৯১- মিখাইল বুলগাকভ, রুশ লেখক।
১৮৯২- জিমি ওয়াইল্ড, মুষ্টিযোদ্ধা।
১৮৯৫- প্রেসকট বুশ, মার্কিন সিনেটর এবং জর্জ ডব্লিউ বুশের বাবা।
১৯০৩- মারিয়া রাইখ, জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ।
১৯০৫- জোসেফ কটেন, মার্কিন অভিনেতা।
১৯০৯- জেমস মেসন, ইংরেজ অভিনেতা।
১৯৩৫- টেড ডেক্সটার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
মৃত্যু
১১৫৭- রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।
১৮৮৬- মার্কিন কবি এমিলি ডিকিনসন।