আজ ১৩ আগস্ট ২০১৯, মঙ্গলবার। ২৭ শ্রাবন, ১৪২৬ বঙ্গাব্দ। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৬৪৫ - সুইডেন ও ডেনমার্ক শান্তিচুক্তি করে ।
১৭৪০ - রটারড্যামে অনশন ধর্মঘট শুরু হয় ।
১৭৮৪ - ইংল্যান্ডের পার্লামেন্টে ভারত আইন গৃহীত হয় ।
১৭৮৪ - ভারতে প্রশাসনিক সংস্কার প্রস্তাব সম্বলিত ইস্ট ইন্ডিয়া বিল ব্রিটিশ পার্লামেন্টে পাস।
১৭৯২ - ফ্রান্সের বিপ্লবীরা রাজপরিবারের লোকদের বন্দি করে ।
১৮৬৮ - ১৫ আগস্ট পর্যন্ত বেশ কয়েকটি ভূমিকম্পে পেরু ও ইকুয়েডরে ৪০ হাজার লোক নিহত হয়।
১৮৮৯ - উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন।
১৯২৩ - মোস্তাফা কামার পাশা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৬০ - মধ্য আফ্রিকা ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷
১৯৬১ - পূর্ব জার্মানি মধ্যরাতে বার্লিন প্রাচীর নির্মাণ শুরু করে।
১৯৬৪ - ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৭২ - দক্ষিণ ভিয়েতনাম থেকে সর্বশেষ মার্কিন সৈন্যদের প্রত্যাহার।
২০১১ - সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচ জনের মৃত্যু।
জন্ম:
১৮৪৮ - সাহিত্যিক ও ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত।
১৮৬৭ - শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগ।
১৮৮৮ - টেলিভিশনের আবিষ্কারক জন লগি বেয়ার্ড।
১৮৯৯ - এ্যাংলো মার্কিন চলচ্চিত্র পরিচালক আলফ্রেড হিচকক।
১৯০২ - জার্মান প্রকৌশলী ফেলিক্স ওয়াঙ্কেল।
১৯১২ - নোবেলজয়ী ইতালীয় মার্কিন জীববিজ্ঞানী সালভাদর লুরিয়া।
১৯২৬ - কিউবার বিপ্লবী রাষ্ট্রপ্রধান ফিদেল ক্যাস্ত্রো।
মৃত্যু:
১৯১০ - সেবিকা প্রশিক্ষণ ব্যবস্থার প্রতিষ্ঠাতা ফোরেন্স নাইটিঙ্গেল।
১৯১৩ - জার্মান সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের বিশিষ্ট নেতা আগস্ট বেবেল।
১৯৪৬ - ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলস।
১৯৭৭ - নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবী।